নাঙ্গলকোট
কুমিল্লায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেসের’ ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
এতে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) জসিম উদ্দিন জানান, ট্রেনের ইঞ্জিনের পরের ৯টি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
আরও ২ জনের মৃত্যুতে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
৯ মাস আগে
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্ট্রগ্রাম এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- অষ্টগ্রাম পূর্ব পাড়ার লিটন সূত্রধরের পুত্র আনন্দ সূত্রধর (৫) ও যুবরাজ সূত্রধরের পুত্র পাবন সূত্রধর (৫)।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু
এরা দুজনেই আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা দুজন চাচাতো-জ্যাঠাত ভাই।
স্থানীয়রা জানান, তারা বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। ফিরে না আসতে দেখে পরিবার খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে গিয়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, নিহত শিশু দুজন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তারা প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক পার হওয়ার সময় ফুফু-ভাতিজি নিহত
কুমিল্লায় চেম্বারে ঢুকে চিকিৎসক ও স্ত্রীকে ছুরিকাঘাত
১ বছর আগে
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩০
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বিরুলি গ্রামে আনোয়ার হোসেন নামে এক বেলুন বিক্রেতা বেলুন বিক্রির জন্য সেগুলোতে গ্যাস ঢোকানোর সময় এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আনোয়ারসহ কয়েকজন শিশু আহত হয়েছে। তাদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
নাজিরাবাজারে গ্যাস লাইন বিস্ফোরণ: আহত ৩
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৪
২ বছর আগে
ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টরচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার উপজেলার যুক্তিখোলা-বাঙ্গড্ডা সড়কের নশরতপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,একটি ট্রাক্টর মাটি নিয়ে যুক্তিখোলা এলাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে চালকের মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি আমরা থানায় নিয়ে এসেছি। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ট্রাক্টরটি থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে মোটরসাইকেল থেকে পড়ে মাদরাসা শিক্ষিক নিহত
২ বছর আগে
নাঙ্গলকোটে দুই প্রার্থীর পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১০
কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এয়াকুব আলী মজুমদার ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে, একই অভিযোগ করেছেন বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের হেশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী এয়াকুব আলী বলেন,হেশিয়ারা গ্রামে অস্থায়ী নির্বাচনী অফিস নির্মাণ করতে গেলে সাইফুল ইসলামের সমর্থকরা বাধা দেয়। এরপরও আমরা সেখানে অফিস নির্মাণ করায় শুক্রবার রাতে তারা ওই নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দেয়।
শনিবার সকালে আমরা সেখানে গেলে সাইফুল তার নেতা-কর্মীদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার তিন ভাই কবির আহম্মদ,পয়ার আহম্মদ ও আলমগীর হাসানসহ অন্যান্য নেতাকর্মীদের পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। আমি এ ঘটনার বিচার চাই।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ৭
এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, সকালে শুনতে পাই হেশিয়ারা গ্রামে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে নৌকা প্রতীকের লোকজন। এরপর আমি সেখানে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার এবং আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমার কর্মী হেশিয়ারা গ্রামের হারুন মিয়া, সুমন ও শাহজাহান আহত হয়েছেন।
এ প্রসঙ্গে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হাসান বলেন, বাঙ্গড্ডায় দুই প্রার্থীর মধ্যে নির্বাচনীয় সহিংসতার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের প্রার্থী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় জোড়া খুনের মামলায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
২ বছর আগে
কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণের পর তরুণীকে খুন!
জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপিতে সংঘবদ্ধ ধর্ষণের পর এক তরুণীকে খুন করার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
নাঙ্গলকোটে স্ত্রীসহ ওসি করোনায় আক্রান্ত
কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে