কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বিরুলি গ্রামে আনোয়ার হোসেন নামে এক বেলুন বিক্রেতা বেলুন বিক্রির জন্য সেগুলোতে গ্যাস ঢোকানোর সময় এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আনোয়ারসহ কয়েকজন শিশু আহত হয়েছে। তাদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩