দাতব্য সংস্থা
বাংলাদেশে আরও ৪টি এতিম ভবন নির্মাণ কাতার চ্যারিটি’র
দেশের তিন জেলায় সস্প্রতি আরও ৪টি এতিম ভবন উদ্বোধন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।
শনিবার সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই চারটি ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে শ্রেণীকক্ষ, আবাসন কক্ষ, শিক্ষকদের কক্ষ ও ডাইনিং রুমসহ নানা সুযোগ-সুবিধা।
স্থানীয় জনপ্রতিনিধিরা কাতার চ্যারিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান তার এলাকায় একটি এতিম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এতিম শিক্ষার্থীদের জন্য কাতার চ্যারিটির এটি একটি মানবিক উদ্যোগ। নানা সুযোগ-সুবিধা সম্বলিত মনোরম ভবনটি অসহায় এতিমদের পড়াশোনায় আরও বেশি উৎসাহ যোগাবে।
কাতার চ্যারিটি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে স্কুল ও মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ ছাড়াও এতিমদের আর্থিক সহায়তা দিচ্ছে সংস্থাটি। বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ৩ হাজার এতিম শিশুকে স্পন্সর করছে কাতার চ্যারিটি। উচ্চ শিক্ষার জন্য এতিম ছাত্রদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও।
আরও পড়ুন: কাতার চ্যারিটির খাদ্য সহায়তা পেল ৫৭,৯৭০ জন
বাংলাদেশে কাতার চ্যারিটির নানাবিধ প্রকল্পে উপকার পেয়েছে ৩ লাখ মানুষ
কাতার চ্যারিটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উপকার পাচ্ছে ২২ হাজার উপকূলীয় জনগোষ্ঠী
১ বছর আগে
বিন লাদেনের আত্মীয়ের কাছ থেকে অনুদান পেয়েছে প্রিন্স চার্লসের দাতব্য সংস্থা
ওসামা বিন লাদেনের আত্মীয়দের কাছ থেকে এক মিলিয়ন পাউন্ড অনুদান হিসেবে গ্রহণ করেছেন- একটি সংবাদপত্রে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ব্রিটেনের প্রিন্স চার্লস তার দাতব্য সংস্থা নিয়ে আরও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স অব ওয়েলসের চ্যারিটেবল ফান্ড ২০১৩ সালে এক সৌদি সমৃদ্ধ পরিবারের কর্তাব্যক্তি বাকের বিন লাদেন ও তার ভাই শফিকের কাছ থেকে তহবিলটি গ্রহণ করেন। তারা দুজনই আল-কায়েদার সাবেক নেতা ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে পাকিস্তানে নিহতের সৎ ভাই।
সংবাদপত্রটি বলছে, উপদেষ্টারা অনুদান না নিতে চার্লসকে অনুরোধ করেছিলেন।
চার্লসের ক্লারেন্স হাউজ অফিস এ নিয়ে নানা বিতর্ক করলেও অনুদানটি সম্পন্ন হয়েছে বলে স্বীকার করেছে। তাদের দাবি, অর্থ গ্রহণের সিদ্ধান্ত প্রিন্স নয়, দাতব্য সংস্থার ট্রাস্টিরা নিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে আম্পানের ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা জানালেন প্রিন্স চার্লস
‘জীবনের পরিবর্তন ও টেকসই কমিউনিটি গড়তে’ ১৯৭৯ সালে দ্য প্রিন্স অব ওয়েল’স চ্যারিটি ফান্ড প্রতিষ্ঠিত হয়।
৭৩ বছর বয়সী চার্লস তার দাতব্য সংস্থার কার্যক্রম নিয়ে একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন। গত মাসে সানডে টাইমসের খবরে বলা হয়েছে, তিনি কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল থানির কাছ থেকে নগদ তিন মিলিয়ন মার্কিন ডলারের ব্যাগ গ্রহণ করেছেন।
প্রিন্সের আরেকটি দাতব্য সংস্থার- প্রিন্স ফাউন্ডেশন-সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অনুদানের বিনিময়ে সম্মান ও নাগরিকত্ব পাওয়ার বিষয়ে এক সৌদি ধনকুবেরকে প্রস্তাব দিয়েছেন। বর্তমানে লন্ডন পুলিশ এ অভিযোগ তদন্ত করছে। তবে ক্লারেন্স হাউস বলছে, চার্লস এই ধরনের কোনো প্রস্তাবের বিষয়ে জ্ঞান না।
২ বছর আগে
‘করোনায় চিরকালের জন্য শিক্ষার সুযোগ হারাতে পারে বিশ্বের ১ কোটি শিশু’
কোভিড-১৯ মহামারির কারণে ক্রমবর্ধমান দারিদ্র্য এবং বাজেট কমিয়ে আনার ফলে বিশ্বব্যাপী প্রায় ৯৭ লাখ শিশু চলতি বছরের শেষ নাগাদ ‘চিরকালের জন্য স্কুল ছাড়াতে বাধ্য হতে পারে’।
৪ বছর আগে
চমেক হাসপাতালে ১১,২৫০ মার্কিন ডলার অনুদান দিল এমএফএফ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক দাতব্য সংস্থা মিয়া ফ্যামিলি ফাউন্ডেশন (এমএফএফ)।
৪ বছর আগে