চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১১ হাজার ২৫০ মার্কিন ডলার অনুদান দিয়েছে সংস্থাটি। ওই টাকায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য কেনা হবে অক্সিজেন সিলিন্ডার।
সম্প্রতি চমেক অ্যালামনাই অব নর্থ আমেরিকার (সিএমসিএনএ) মাধ্যমে এ অনুদান পৌঁছে দেয় মিয়া ফ্যামিলি ফাউন্ডেশন। সিএমসিএনএ চমেকের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও রোগীর চাপ বাড়ছে। চট্টগ্রামে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের সংকট। মুমূর্ষু রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে।
চমেক হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই নিম্নআয়ের। অক্সিজেন সংকট ও দাম বেড়ে যাওয়ার কারণে দরিদ্র রোগীদেরই বেশি পড়তে হচ্ছে দুর্ভোগে। এমনই প্রেক্ষাপটে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবার জন্য এই অনুদান দিল মিয়া ফ্যামিলি ফাউন্ডেশন।
সিএমসিএনএর মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটের কথা জানতে পারে মিয়া ফ্যামিলি ফাউন্ডেশন। এরপর তাৎক্ষণিকভাবে আয়োজিত এক বোর্ড সভায় ওই অনুদান দেয়ার সিদ্ধান্ত নেন সংস্থাটি।
মিয়া ফ্যামিলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিজাম এম মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। নিজের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে আসার সুযোগ পেয়ে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।