চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল
চাঁদপুরে হিটস্ট্রোকে নারীর মৃত্যু
চাঁদপুর জেলা শহরে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়লে নিলুফা বেগমকে (৫৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক ডা. বিপ্লব দাস তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিলুফা কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।
চিকিৎসক ডা. বিপ্লব দাস বলেন, নিলুফা বেগম অতিরিক্ত তাপ ও গরমে মাথা ঘুরে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাই। আমাদের ধারণা তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
আরও পড়ুন: বরগুনায় অজ্ঞাত নারীর মৃত্যু
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ৯ থেকে ১০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে চাঁদপুর শহরের ৩ নং কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী নিলুফা বেগম হিটস্ট্রোকে মারা যান।
একইভাবে হিটস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলার সেকদী গ্রামের আলী আক্কাছের স্ত্রী রেখা বেগম (৫২)।
জেলা হাসপাতালের সুপার ডা. একেএম মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
নরায়ণগঞ্জে বাড়িতে রান্না করতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু
১ বছর আগে
স্বামীর মৃত্যু শোকে ডাক্তার-নার্সদের ছুরিকাঘাতের চেষ্টা
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শুক্রবার করোনায় স্বামী মারা যাবার পর অতি শোকে ফল কাটার ছুরি দিয়ে ডাক্তার ও নার্সদেরসহ অন্য রোগীর স্বজনদের আঘাতের চেষ্টা করে এক নারী।
মৃত দেলোয়ার হোসেন (৬৫) চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে। মৃতের স্ত্রীর নাম কুলসুমা বেগম।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী চক্রের’ ছুরিকাঘাতে নিহত ১
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘দেলোয়ার হোসেন করোনা পজিটিভ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তার অক্সিজেন লেভেল ৬৫ দশমিক ১ পার্সেন্ট ছিল। অক্সিজেন লেভেল অনেক কমে যাওয়ায় শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা শুনেছি তার স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে হাসপাতালের লোকদের ধাওয়া করেছে। স্বামীর মৃত্যুতে তিনি অতি শোকে এমনটা করেন। পরে কিছু সময়ের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। ঘটনাটি দুঃখজনক।’
তিনি বলেন, এসব পরিস্থিতি সামাল দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছি।
আরও পড়ুন: মাগুরায় গেম খেলা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
এই ঘটনা সদর মডেল থানা পুলিশকে জানালে, চাঁদপুর মডেল থানার এসআই শাহরিণ বেগম ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। মানবিক দিক বিবেচনায় তার প্রতি কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
নিহত দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তার মামা দীর্ঘদিন যাবত কুয়েতে ছিলেন। দেশে ফিরেছেন অনেক আগেই। গত চার দিন আগে তার মামা হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি হন।
৩ বছর আগে
চাঁদপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র রুবেল মৃর্ধা(১৯) ও রফিকুল ইসলাম (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে আশিকাটি ইউনিয়নের উত্তর সেনগাঁও মৃর্ধা বাড়িতে এবং মৈশাদী মিজি বাড়িতে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত রুবেল মৃর্ধা নিজ বাড়িতে বড় ভাইয়ের মুরগির ফার্ম পরিষ্কার করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাদের একতলা বিল্ডিং এর উপর থেকে সে নিচে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম খান তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
নিহত রুবেল উত্তর সেনগাঁও গ্রামের নাসির মৃর্ধার মেঝো ছেলে। সে চাঁদপুর বাবুরহাট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
অপর ঘটনাটি ঘটে মৈশাদী গ্রামে। রফিকুল ইসলাম নিজ বাড়িতে ধান শুকাতে বড় স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের একজন অফিস স্টাফ বলে পরিবারের স্বজনরা জানায়।
আরও পড়ুন: পাবনায় থানা চত্বরে বিদ্যুৎস্পৃষ্টে এসআই এর মৃত্যু
এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম খান ইউএনবি কে জানান, ১ জন যুবক অপরজন বৃদ্ধ। এ ২ জনকে আধা ঘণ্টার ব্যবধানে ইলেকট্রিক শকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত)সুজন কান্তি বড়ুয়া ইউএনবিকে জানান, নিহতের স্বজনরা এডিএম বরাবর পোস্টমর্টেম না করার জন্য লিখিত আবেদন করলে তদন্ত সাপেক্ষ তা মঞ্জুর করায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পৃথক দু'টি জিডি করা হয়েছে।
৩ বছর আগে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে নারীসহ ৩ জনের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে বুধ ও বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়াল
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।
৪ বছর আগে