বান্ধবী
নড়াইলে বাল্যবিয়ের ভয়ে পলাতক, ২১ দিন পর বান্ধবীর বাড়ি থেকে কিশোরী উদ্ধার
নড়াইলের সদর উপজেলায় বাল্যবিয়ের ভয়ে বাড়ি থেকে পালানোর ২১ দিন পর বান্ধবীর বাড়ি থেকে এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
ওই কিশোরী নড়াইল সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই কিশোরী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। এরপরে সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশের একাধিক টিম ওই কিশোরীর সন্ধানে অনুসন্ধানের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় পরীক্ষার্থীর অবস্থান শনাক্ত করেন। পরে পুলিশ শুক্রবার (৭ এপ্রিল) জান্নাতি নামের এক মেয়ে বান্ধবীর বাড়ি থেকে নিখোঁজ ওই কিশোরীকে উদ্ধার করে।
নড়াইল পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ জিডির পরপরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি।
তিনি বলেন, ওই কিশোরীর পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। তিন্তু সে পড়াশোনা করতে চায়, তাই বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ওই পরীক্ষার্থীকে তার মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পরিবারকেও সতর্ক করা হয়েছে তাকে যেন বাল্যবিয় না দেওয়া হয়।
আরও পড়ুন: ৯৯৯: জাতীয় জরুরি সেবায় ফোন, কিশোরী উদ্ধার
মোবাইলে মেসেজে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ২
১ বছর আগে
বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরা গ্রেপ্তার
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বনশ্রীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে (বৃহস্পতিবার) পুলিশ বুশরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, আজ ভোরে ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন রানা রামপুরা থানায় ছেলের মৃত্যুর ঘটনায় বুশরাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
বুশরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট শিক্ষার্থীর লাশ
নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ।
৪ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফারদিন। ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।
পরে এ ব্যাপারে ফারদিনের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ফারদিন বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনি জানান, ফারদিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ফারদিনের বাবা বলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং তিনি বিচার দাবি করেছেন।
মঙ্গলবার বুয়েট কেন্দ্রীয় মসজিদে ফারদিনের নামাজে জানাযা শেষে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে ফিরে পাবো না, কিন্তু আমি বিচার চাই। তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অপরাধী ও খুনিদের শনাক্ত করা কঠিন কিছু নয়।’
আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ১৫ বন্ধুর রিমান্ড মঞ্জুর
নিখোঁজের ১৬ ঘণ্টা পর পদ্মা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
২ বছর আগে
বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
কেরানীগঞ্জে বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বান্ধবীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
ভুক্তভোগীর স্বামী জানান, ১৯ সেপ্টেম্বর দুপুরে তার স্ত্রী বান্ধবী নীলা আক্তারের বাসায় বেড়ানোর জন্য কেরানীগঞ্জ যায়। নীলা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোল্লা বাজারের একটি ইটভাটায় তাকে একটি ঘরে আটক করে রাখে। পরে তাকে চেতনানাশক বড়ি খাইয়ে নীলা আক্তারের সহযোগিতায় তোফাজ্জল (৪০) ও ইসহাক (৩৮) পালাক্রমে ধর্ষণ করে।
২৪ ঘন্টা অচেতন থাকার পর ২০ সেপ্টেম্বর রাত একটায় জ্ঞান ফিরলে ভুক্তভোগী তার স্বামীকে মোবাইল ফোনে ঘটনার বিষয় জানায়। তার স্বামী পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নীলাসহ ধর্ষকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযুক্ত ধর্ষকদের আটকের জন্য জোর চেষ্টা চলছে। অবিলম্বে তাদের আটক করা হবে।
এ ব্যাপার বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
২ বছর আগে
ইলন মাস্কের প্রাক্তন বান্ধবী তাদের স্মৃতিচিহ্নগুলো নিলামে তুলেছে!
যদি আপনার প্রাক্তন কেউ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে তার উপহার সংগ্রহে রাখা ভবিষ্যতে লাভজনক হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) এর এক প্রতিবেদনে বলা হয়, বোস্টনভিত্তিক নিলাম সংস্থা আরআর অকশনের মাদ্যমে ইলন মাস্কের কলেজের বান্ধবী জেনিফার গুয়েন তাদের সম্পর্কের ছবি ও অন্যান্য স্মৃতিচিহ্নের একটি সংগ্রহ নিলামে তুলেছে।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
আরআর এর পক্ষ থেকে সিএনএনকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, ১৯৯৪ সালে জেনিফার ও মাস্ক একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে চাকরিরত অবস্থায় সম্পর্কে জড়িয়েছিল।
এই সংগ্রহের মধ্যে রয়েছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র থাকাকালে তোলা মাস্ক ও জেনিফারের ১৮টি ব্যক্তিগত ছবি।
এই ছবিগুলোতে দ্রুত খ্যাতির চূড়ায় পৌঁছানো বিলিয়নিয়ার মাস্ককে অন্য যে কোনও কলেজ ছাত্রের মতোই মনে হচ্ছে। ছবিতে তাকে তার সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে, ঘরে বসে মজা করতে বা তার বাগদত্তার সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়,জেনিফারকে তার জন্মদিনে দেয়া একটি নেকলেস হলো বর্তমান নিলামে সর্বোচ্চ দামি আইটেম, যার সঙ্গে একটি স্বাক্ষরিত জন্মদিনের কার্ডও রয়েছে।
কার্ডটিতে লেখা আছে, ‘শুভ জন্মদিন, জেনিফার (ওরফে বো-বো), লাভ, ইলন।’
আরও পড়ুন: টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
আরআর এই কার্ডটি ১০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রির আশা করছে।
দক্ষিণ আফ্রিকার একজন সফল প্রকৌশলী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মাস্কের বাবা ইরোল ওই সোনার নেকলেসের পান্নাটি জাম্বিয়াতে পেয়েছিলেন।
নেকলেসটির সঙ্গে দুটি ফটোগ্রাফও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হলো মা মায়ো মাস্কের সঙ্গে ইলন মাস্ক ও জেনিফারের একটি ছবি এবং ১৯৯৫ সালের শেষ দিকে মাস্ক ও জেনিফারের তোলা আরেকটি ছবি।
বুধবার নিলাম শেষ হওয়া পর্যন্ত টেসলার অনুরাগীরা মাস্কের স্মৃতিচিহ্নগুলোর জন্য দাম হাকতে পারবেন।
আরও পড়ুন: ইলন মাস্ক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য
২ বছর আগে
শাবিপ্রবিতে নিহত শিক্ষার্থীর বান্ধবীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে নিহত হওয়া শিক্ষার্থী বুলবুল আহমেদের সঙ্গে থাকা নারী বন্ধুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দুর্ঘটনাস্থল গাজী কালুর টিলা জায়গায় ওই নারীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে চারটায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ওই ছাত্রীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কিলোরোডের যাত্রী ছাউনী থেকে উদ্ধার করে তাকে।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের বরাতে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ওই ছাত্রীর সহপাঠীদের সূত্রে জানা গেছে, বিকাল চারটার দিকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে হাসপাতালে তিনি তার রুম থেকে বের হন। দীর্ঘ সময় রুমে ফিরে না আসায় তার রুমে থাকা সহপাঠীরা আশেপাশে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে হাসপাতালের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় তিনি এক ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে সিলেট-সুনামগঞ্জ সড়ক ধরে বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাচ্ছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন ও খতিয়ে দেখতে পুলিশকে অবগত করেছেন।
এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সহকারী প্রক্টর আবু হেনা পহিল।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ক্যাম্পাসের 'নিউজিল্যান্ড' নামক টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। তার বাড়ি নরসিংদী জেলায়। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক ৩
ঈদে শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের প্রীতিভোজ আয়োজন
২ বছর আগে
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোরী
চাঁদপুর শহরে বান্ধবীদেরকে নিয়ে বাড়ির ছাদে সময় কাটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শরীর ঝলসে গেছে এক কিশোরীর। শহরের ওয়ারলেস বাজার এলাকার সোনালী ব্যাংক সংলগ্ন মৃধা বাড়ির ছাদে মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।
আহত রেবা আক্তার (১৫) ওই বাড়ির লিটন মৃধার মেয়ে।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে রেবা আক্তার তার দুই সহপাঠীসহ তাদের বাড়ির তৃতীয় তলার ছাদে ওঠে। ওই ভবনের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের লাইন গেছে।
রেবা বিকেলে ছাদে বান্ধবীদের সাথে সময় কাটানোর সময় অসাবধানতা বশত ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার শরীরে আগুন ধরে ঝলসে গেলে গুরুতর ভাবে আহত হয় সে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
খবর পেয়ে তার স্বজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠায়।
চাঁদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা নাজমুল হক ইউএনবি কে জানান, ‘ বিদ্যুৎস্পৃষ্টে অগ্নিদগ্ধ রেবা আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ ঝলসে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিটে রেফার করেছি।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই বোনের মৃত্যু
এদিকে স্থানীয়রা জানান, ওয়্যারলেস সোনালী ব্যাংক সংলগ্ন ১১ হাজার ভোল্টের তার ঘেঁষে ভবনটি নির্মাণ করা হয়েছে। এই ভবনটিতে এর পূর্বেও আরও বেশ কয়েকটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ২ বান্ধবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার কসবায় দুই বান্ধবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে