সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে নিহত হওয়া শিক্ষার্থী বুলবুল আহমেদের সঙ্গে থাকা নারী বন্ধুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দুর্ঘটনাস্থল গাজী কালুর টিলা জায়গায় ওই নারীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে চারটায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ওই ছাত্রীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কিলোরোডের যাত্রী ছাউনী থেকে উদ্ধার করে তাকে।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের বরাতে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ওই ছাত্রীর সহপাঠীদের সূত্রে জানা গেছে, বিকাল চারটার দিকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে হাসপাতালে তিনি তার রুম থেকে বের হন। দীর্ঘ সময় রুমে ফিরে না আসায় তার রুমে থাকা সহপাঠীরা আশেপাশে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে হাসপাতালের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় তিনি এক ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে সিলেট-সুনামগঞ্জ সড়ক ধরে বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাচ্ছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন ও খতিয়ে দেখতে পুলিশকে অবগত করেছেন।
এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সহকারী প্রক্টর আবু হেনা পহিল।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ক্যাম্পাসের 'নিউজিল্যান্ড' নামক টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। তার বাড়ি নরসিংদী জেলায়। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা।
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক ৩
ঈদে শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের প্রীতিভোজ আয়োজন