ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠ থেকে রাশেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে ভেড়ামারা হোসেনপুর-দলুয়া গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাশেদুল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে। সে ভেড়ামারায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৩৮ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, কে বা কারা শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ মাঠে রেখে যায়।
তদন্ত চলছে, শিগগিরই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
১ বছর আগে
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি ফিলিং স্টেশনে আগুন লেগে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের শাহাজুল (৩৫) এবং একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল আনলোড করার সময় অসাবধানতায় আগুন ধরে। এতে অগ্নিদদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং এক শ্রমিক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানে আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
২ বছর আগে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরতলীর খাজানগর এলাকায় এবং দুপুরে ভেড়ামারা উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
খাজানগর এলাকায় মটর সাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত মারুফ (২২) মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে। অন্যদিকে ভেড়ামারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু (৪৫) নড়াইল জেলার চর বালিয়াডাঙ্গা গ্রামের আবুল খালেক শেখের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ নিহত ৩
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান, সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের পোশাক কেনার জন্য গার্মেন্টেস কর্মী মারুফ মটর সাইকেল নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন। খাজানগর এলাকায় পৌঁছানোর পর সেখানে একটি ইজিবাইকের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মারুফ ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত অজ্ঞাত পরিচয় ইজিবাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, যশোর থেকে একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ ৬৮ পাড়া ভিলকীর পুল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক বাবু নিহত হন। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়া ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৩ বছর আগে
কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় লকডাউন শুরু
কুষ্টিয়া পৌরসভার আট ওয়ার্ড ও সদর উপজেলার এক ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার সাত ওয়ার্ড ও দুই ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে লকডাউন করা হয়েছে।
৪ বছর আগে