মাথার খুলি
ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ ছাড়া কন্যা শিশুর জন্ম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দম্পতির ঘরে মাথার খুলি ও মগজ ছাড়া একটি কন্যা শিশু জন্ম নিয়েছে।
সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের নরমাল ডেলিভারিতে শিশুটির জন্ম হয়।
জন্ম নেওয়া শিশুটি অসুস্থ হলেও তার মা তানজিনা বেগম সুস্থ আছেন।
তানজিনা বেগম নাসিরনগর উপজেলার বলাকুট ইউনিয়নের বলাকুট গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: যশোরে জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম
হাসপাতাল ও নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার গোয়ালনগরের শহীদ মিয়ার মেয়ে তানজিনা বেগমের সাথে প্রায় দুই বছর আগে একই উপজেলার ভলাকুটের মৃত সফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয়। প্রায় এক বছর আগে তানজিনা গর্ভবতী হয়। এরপর থেকে সে বিভিন্ন গাইনী চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: নাটোরে জোড়া লাগা ২ কন্যা শিশুর জন্ম
তানজিনা যখন ৭ মাসের গর্ভবতী তখন গাইনী চিকিৎসক ডালিয়া আক্তার তাকে আল্ট্রাসনোগ্রাফি করে জানান, জন্ম নিতে যাওয়া শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হবে এবং তার মাথার খুলি হবে না। কিন্তু চিকিৎসকের সেই কথা তানজিনার শ্বশুর বাড়ির লোকজন কর্ণপাত করেননি।
সোমবার বিকালে তানজিনার প্রসব বেদনা উঠলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, গাইনী বিভাগে কোন প্রকার অপারেশন ছাড়া শিশুটি জন্ম নেয়। শিশুটি জন্ম নেওয়ার পর তার মাথা খুলি ও মগজ ছিল না।
এ ব্যাপারে হাসপাতালের গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটি মাথার খুলি ও মগজ ছাড়া জন্ম নিয়েছে। এ ধরনের শিশুদের এনেনসেফালি (Anencephaly) বলা হয় মেডিকেলের ভাষায়।
তিনি আরও বলেন, এই ধরণের শিশুরা সচরাচর ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা বেঁচে থাকে। শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে রেফার করেছি এই কন্যা শিশুটিকে।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ৪ বস্তা মানুষের হাড় উদ্ধার
ঠাকুরগাঁও, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- সদর উপজেলার ভুল্লি বাজারে একটি নৈশকোচের কাউন্টার থেকে তিনজন মানুষের মাথার খুলিসহ চার বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।
৫ বছর আগে