বৃষ্টিপাত রেকর্ড
দেশে আরও বৃষ্টির পূর্বাভাস
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সকাল ৯টার আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস!
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরেও বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে কিছু সময়ের জন্য বন্যার সম্ভাবনা রয়েছে।
২ বছর আগে
সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৪ বছর আগে
বাগেরহাটে ২৪ ঘণ্টায় সাড়ে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
উপকূলীয় জেলা বাগেরহাটে টানা দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা আবার কখনও মুষুল ধারে। গেল ২৪ ঘণ্টায় বাগেরহাটে গড়ে সাড়ে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।
৪ বছর আগে