উপকূলীয় জেলা বাগেরহাটে টানা দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা আবার কখনও মুষুল ধারে। গেল ২৪ ঘণ্টায় বাগেরহাটে গড়ে সাড়ে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বাগেরহাটে গড়ে সাড়ে ৬২
মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে পানির লবণাক্ততা কমতে শুরু করেছে। বিশেষ করে রোপা আমন ধানের বীজতলা তৈরি করার ক্ষেত্রে কৃষকরা উপকৃত হবে।
তবে বৃষ্টিপাতের কারণে বাগেরহাটে মৎস্য ঘেরের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানাতে পারেনি মৎস্য বিভাগ।
এদিকে বৃষ্টিপাতের কারণে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। এছাড়া উপকূলের নিম্ন অঞ্চলের অনেক এলাকায় বৃষ্টিতে পানি জমে গেছে।