দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জেলের জালে শাকিল হেম্ব্রম (২২) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর লাশ উদ্ধার, সংঘর্ষ-গাড়িতে আগুন
শাকিল হেম্ব্রম বীরগঞ্জে মাকড়াই গ্রামের হোপনা হেম্ব্রমের ছেলে।
শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মোনার পুকুরে মাছ পাহারা দিত।
তিনি আরও জানান, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ উঠে আসে।
আরও পড়ুন: মাগুরায় দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম ও পরিচয়।
তিনি আরও জানান, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোনো আলামত দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।