মধুমতি নদী
নড়াইলে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ
নড়াইলে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলা কোটাকোল ইউনিয়নের ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মুসা বিশ্বাস (৩০) ঘাঘা গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: গোমতী নদীতে নৌকাডুবিতে ২ যুবক নিখোঁজ
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ঘাঘা গ্রামের মুসা বিশ্বাস ও একই গ্রামের মোহাম্মদ নাদিম মোল্যা মধুমতি নদীতে মাছ ধরতে যায়। নাদিম ডুব দিয়ে মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে খুলনা ডুবুরি দলকে খবর দেয়।
খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে হুমায়ন কবিরের নেতৃত্বে একদল ডুবুরি কয়েক ঘণ্টা ব্যাপী চেষ্টা করে উদ্ধারে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, বিকালে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে রাতে কয়েক ঘণ্টা ব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার সকালে উদ্ধার কাজ শুরু করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবককে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে ৮ দিন ধরে যুবক নিখোঁজ
করতোয়ায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, এখনও নিখোঁজ ৪০
১ বছর আগে
আ.লীগ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে: শেখ হাসিনা
আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ইতিহাস জুড়ে আওয়ামী লীগ সব সময় জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’
সোমবার শীতলক্ষ্যা নদীর ওপর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু এবং মধুমতি নদীর ওপর বাংলাদেশের প্রথম ছয় লেনের সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করে নপ্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা ইউসেফ আল দুহাইলান বক্তব্য দেন।
সেতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।
অনুষ্ঠানে সেতু প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
পড়ুন: দেশের প্রথম ৬ লেনের সেতু উদ্বোধন প্রধানমন্ত্রীর
তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
দেশের প্রথম ৬ লেনের সেতু উদ্বোধন প্রধানমন্ত্রীর
নড়াইলের মধুমতি নদীতে বাংলাদেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু নামেও পরিচিত ৬৯০ মিটার এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নিলসেন-লোহসে আর্চ ধরনের এই সেতুর মাধ্যমে দেশের গোপালগঞ্জ, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলার বাসিন্দারা উপকৃত হবেন। নিলসেন-লোহসে ব্রিজ হল বাঁধা খিলান সেতু,যেখানে বন্ধনীযুক্ত তারগুলো একে অপরকে অতিক্রম করে এবং ইন্টারসেকশন ক্ল্যাম্প দ্বারা সংযুক্ত থাকে।
৬৯০ মিটার দৈর্ঘ্য ও ২৭ দশমিক এক মিটার প্রস্তের সেতুটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ। সেতুর দুই পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে চার কিলোমিটার।
সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৯৬০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের জানুয়ারিতে কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
টোল হার নির্ধারণ
মধুমতি সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যে সেতু পারাপারে বিভিন্ন যানবাহনের জন্য টোলের হার নির্ধারণ করেছে।
বড় ট্রেইলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সসেলবিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫ টাকা, ছোট ট্রাক ১৭০ টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাস ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশন জিপ ও রে-কার ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিনচাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা, ভ্যান ও বাইসাইকেল পাঁচ টাকা হারে টোল দিতে হবে।
প্রথমে টোল ম্যানুয়ালি আদায় করা হবে। পরবর্তীতে অপারেটরের মাধ্যমে ডিজিটালভাবে টোল আদায় করা হবে।
ফাঁকা জায়গায় সংযোগ স্থাপন
কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। কালনা সেতু চালু হলে ঢাকা ও আশপাশের নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশপাশের এলাকার যাতায়াতে ১০০ থেকে ২০০ কিলোমিটার কমে আসবে।
সেতুটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ। সড়ক যোগাযোগের ক্ষেত্রে এটি সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল ও কলকাতার সড়ক যোগাযোগে সরাসরি ভূমিকা রাখবে। মধুমতি নদী কালনা পয়েন্ট এসব রুটের মাঝখানে পড়েছিল যেখানে এরআগে সেতু করা হয়নি।
সেতুটি জাতীয় ও আন্তর্জাতিক উভয় সংযোগকে ভূমিকা রাখবে এবং ভারতের আসাম ও পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল এবং নোয়াপাড়া সামুদ্রিক বন্দরের সঙ্গে সংযুক্ত করার মাইলফলক হিসেবে কাজ করবে।
নড়াইলের লোহাগড়ায় ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) চালু হলে ব্যবসার প্রসার ও ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।
নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও আশপাশের কয়েকটি জেলার মানুষের জন্য কালনা সেতু পদ্মা সেতুর চেয়েও বড় আশীর্বাদ হবে বলে আশা করা হচ্ছে।
কালনাঘাট পয়েন্ট থেকে ফেরিতে করে মধুমতি নদী পার হতে যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার অবসান হলো এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে।
পড়ুন: তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আ.লীগ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে: শেখ হাসিনা
২ বছর আগে
মাগুরায় মধুমতি নদীতে আবার ভাঙন শুরু
পানি কমতে শুরু করায় মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে আবার ভাঙন শুরু হয়েছে। গত সাত দিনে উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের প্রায় ১৫টি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে ওই গ্রামের প্রায় ২৫টি বাড়িসহ বেশ কিছু স্থাপনা।
এদিকে, বাজেট না থাকায় ভাঙনরোধে জেলা পানি উন্নয়ন বোর্ড অনুমতি পেলে কাজ শুরু করবে বলে জানিয়েছে।
সরেজমিন মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, হরেকৃষ্ণপুর গ্রামের রবিউল ইসলাম, মো. ফরিদ আহম্মদ, মো. আক্কাচ আলী, হাফেজ মো. আহম্মদ আলীসহ অনেকে তাদের শেষ সম্বল বসত ঘর ভেঙে, গাছপালা কেটে সরিয়ে নিচ্ছেন।
পানি কমতে থাকায় নদীভাঙন ক্রমাগত বেড়েই চলেছে। ভাঙন ভয়ংকর আকার ধারণ করায় নদীতীরে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙনের মুখে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন শাহাদত মোল্যা, ইবাদত মোল্যা, রমজান মিয়া, নান্নু, মৃদুল শেখ, মন্নু শেষ, পান্নু ও সুলেমান শেখ।
এছাড়া উপজেলার নদী তীরবর্তী চরপাচুড়িয়া, মহেষপুর, কাশিপুর, ভোলানাথপুর, আড়মাঝি, হরেকৃষ্ণপুর ও রুইজানি এলাকার ভাঙনকবলিত অধিবাসীদের এখন দিন কাটছে আতঙ্কে। এসব গ্রামের মসজিদ, মন্দির, ঈদগাহসহ হাজার হাজার একর ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের কবলে পড়েছে। গত দুই বছরে বর্ষা মৌসুমে মধুমতীর ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে ৪৫টি পরিবারের শতাধিক ঘরবাড়ি। এ বছর ভাঙনের মুখে রয়েছে অসংখ্য দোকানপাটসহ হাজার হাজার একর ফসলি জমি।
আরও পড়ুন: তিস্তা নদী ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের মানুষ
হরেকৃষ্ণপুর এলাকায় নদী ভাঙনে মাফুজার ও মিটুর মিয়ার বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। সহায়-সম্বল হারিয়ে মিটুর মিয়া অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
অন্যদিকে মাফুজার মিয়া রাস্তার পাশে ছাপড়াঘর তুলে মানবেতর জীবনযাপন করছেন।
তারা বলেন, ‘আমাদের এখন কোন জমিজমা নেই। নদীতে বিলীন হয়ে গেছে। মোট সাত বার বসত ঘর সরিয়ে শেষ রক্ষা হয়নি। এবার পানি কমার সঙ্গে সঙ্গে মধুমতি ভাঙন বৃদ্ধি পায়। এই ভাঙনে আমাদের বসতবাড়ি নদীতে নিয়ে গেছে।’
এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা দেয়ার ব্যাপারে তালিকা করা হচ্ছে।’
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘ফের ভাঙনের খবর পেয়েছি। সরেজমিনে লোক পাঠানো হয়েছে। যেহেতু বাজেট নেই, তাই অনুমতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। অনুমতি পেলে কাজ শুরু করবো।’
আরও পড়ুন: নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সাড়ে নয় হাজার পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে
২ বছর আগে
মধুমতি নদীতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের মিলনমেলা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একে কেন্দ্র করে নদী দুই পাড়ে দূরদূরন্ত থেকে আসা শিশু থেকে শুরু করে নানা বয়সের উৎসুক দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুর ১টার দিকে নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে এই নৌকা বাইচের নাম দেয়া হয়।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
জানা গেছে, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকার মোট সাতটি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। মধুমতি নদীর আস্তাইল এলাকা থেকে মোল্লাহাট সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে চলে বাইচ প্রতিযোগিতা। চারটি ছোপের (রাউন্ড) মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় বিজয়ী নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মো. দিদারুল আলমের ভাইভাই জলপরী বাইচ দল এবং রানার্সআপ হয়েছে মো. ইকবাল হোসেনের দুই ভাই জলপরী বাইচ দল। প্রতিযোগিতায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ফ্রিজ এবং অংশ নেয়া সবকটি বাইচদলের হাতে টেলিভিশন তুলে দেয়া হয়।
৩ বছর আগে
মধুমতি নদীতে ট্রলারডুবিতে যুবকের মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীতে ট্রলারডুবির ঘটনায় তিতাশ মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বগুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভোলায় অবৈধভাবে যাত্রী পারাপার: ৪ ট্রলার জব্দ
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসেন জানান, সকাল আনুমানিক ৯টার দিকে তিতাশ অপর দুই বন্ধুর সাথে ট্রলারে চড়ে মধুমতি নদীতে ঘুরছিলেন। নদীতে প্রচণ্ড স্রোতের টানে তারা ট্রলার সামাল দিতে না পেরে মাঝ নদীতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা অপর দুজন সাতড়িয়ে তীরে ওঠে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তিতাশকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
৩ বছর আগে
ফরিদপুরে মধুমতি নদীতে ভাঙন
চলতি বর্ষা মৌসুম শুরু থেকেই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীতে বিভিন্ন অংশ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পাচুরিয়া ইউপির চররামদিয়া, বাশতালা,টরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর।
এদিকে ভাঙন কবলিত এলাকায় ছুটে গেছেন স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেন ও জেলা প্রশাসক অতুল সরকার। শুক্রবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে নদী ভাঙন কবলিত এলাকায় যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা।
আরও পড়ুন: যমুনার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন
পরির্দশনে শেষে এমপি মনজুর হোসেন বলেন, এই এলাকার নদী ভাঙন সমস্যা দীর্ঘ দিনের। স্বাধীনতার পর থেকে ভাঙনের মুখে এই অঞ্চলের মানুষ। আমরা চেষ্টা করছি সরকারি উচ্চ পর্যায়ে কথা বলেন এই ভাঙন রোধের স্থানীয় ব্যবস্থা নেয়ার।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, চলতি বর্ষা মৌসুমে ভাঙন প্রতিরোধে প্রাথমিকভাবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ
তিনি বলেন, ইতোমধ্যে যে সকল পরিবার নদী ভাঙনের স্বীকার হয়েছে তাদের তালিকা করে সরকারিভাবে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়ার প্রক্রিয়া চলছে।
৩ বছর আগে
মাগুরায় মধুমতির ভাঙনে বসতভিটা, ফসলি জমি বিলীন
জেলার মহম্মদপুরে মধুমতি নদীর পানির স্রোত কমতে থাকলেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত ১৫ দিনে ব্যাপক ভাঙনে বসতভিটা বিলীন হয়ে একাধিক পরিবার অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে।
৩ বছর আগে
কালিয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা পুলিশ মধুমতি নদীতে ভাসমান এক যুবকের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
৪ বছর আগে
মধুমতি নদীগর্ভে রাতারাতি বিলীন ১৫ একর ফসলি জমি
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রায় ১৫ একর ফসলি জমি বৃহস্পতিবার রাতে মধুমতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
৪ বছর আগে