সুপেয় পানি
ঘরের চাল ছুঁই ছুঁই পানি তবু পিপাসার্ত কুড়িগ্রামের বন্যাকবলিতরা
ঘরের চাল ছুঁই ছুঁই বন্যার পানি। পানির তোড়ে ভেসে গেছে বাড়ি-ঘর, ক্ষেতের ফসল আর সব। তবু পিপাসার্ত কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকার মানুষ। সুপেয় পানির অভাব তীব্র হচ্ছে দুর্গতদের মাঝে।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ের খেয়ার আলগা চরের বাসিন্দা সাহেরা বেগম বলেন, 'হামার ঘরত পানি উঠছে, মানুষের বাড়িত আশ্রয় নিছি আজ দুই দিন হলো। নদীর পানি আজ সকালেও এক হাত বাড়ছে। কিন্তু খাওয়ার পানির খুব কষ্ট হইছে।’
সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, 'আজ পাঁচ দিন থেকে বন্যার পানিত খুব কষ্টে চলাচল করছি। নৌকা ছাড়া বের হতে পারছি না। যে হারে পানি বাড়তেছে জানি না কী হবে।’
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামে সবগুলো নদ-নদীর পানি আবার বাড়তে শুরু করছে। জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফসলি জমি, আমন ধানখেত পানিতে তলিয়ে গেছে। কী দিয়ে কাটবে বছর, তারই চিন্তায় দিন কাটছে কৃষকদের।
এ ছাড়া, রাস্তা-ঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার ভাঙনে ৫০টি বাড়ি বিলীন
১ বছর আগে
সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি মিছিল!
সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি নিয়ে মিছিল করেছেন স্থানীয়রা। রবিবার বিকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে ব্যতিক্রমী এ মিছিল অনুষ্ঠিত হয়।
গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সহযোগিতায় উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম’ ও ‘সিডিও ইয়ুথ টিম’ আয়োজিত এই প্রতীকী মিছিলে সংহতি প্রকাশ করে স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ খালি কলসি নিয়ে অংশ নেন।
আরও পড়ুন: পিবিআইকে যা বললেন রহিমা
এসময় সমবেত নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম।
এসময় শেখ সিরাজুল ইসলাম বলেন,পানির রাজ্যে খাওয়ার পানি নেই। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।
তিনি আরও বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: খুলনার রহিমাকে পিবিআইয়ে হস্তান্তর
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
২ বছর আগে
সুপেয় পানির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবিতে শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও বিষয়টির কর্তৃপক্ষের নজরে আসছে না।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত: দোষীদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে বক্তরা বলেন, বার বার বাঁধ ভেঙে লোকালয়ে লবনাক্ত পানি ঢুকলেও স্থায়ীভাবে এর কোনো সমাধান হচ্ছে না। এক কলস পানির জন্য উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারীদের পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। খাবার পানিটুকুও নেই। আমরা এর সমাধান চাই।
এনজিও স্বদেশের আয়োজনে এই মানাববন্ধন অনুষ্ঠিত হয়।
২ বছর আগে
টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবি সাতক্ষীরার উপকূলবাসীর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সাতক্ষীরার উপকূলবাসী।
সোমবার বেলা ১১টার দিকে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানায়।
সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধকে পুঁজি করে বিভিন্ন মানুষ ও সরকারি কর্মকর্তাসহ জন প্রতিনিধিদের ভাগ্য বদলেছে। কিন্তু উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ যেমন ছিল তেমনি রয়েছে। উপকূলের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ ও সুপেয় খাবার পানি দরকার।
আরও পড়ুন: কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
তারা বলেন, আগামী জাতীয় বাজেটে উপকূল অঞ্চলের বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফায়িমূল হক কিসলু, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিলটন, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: খুলনায় ৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন
পরে মানববন্ধন শেষে এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
২ বছর আগে
শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট
অতিরিক্ত লবণাক্ততার কারণে আম্পানে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেখানে ভূগর্ভস্থ এবং ভূ-উপরিস্থ উভয় পানিই লবণাক্ত।
৪ বছর আগে