সাতক্ষীরায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবিতে শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও বিষয়টির কর্তৃপক্ষের নজরে আসছে না।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত: দোষীদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে বক্তরা বলেন, বার বার বাঁধ ভেঙে লোকালয়ে লবনাক্ত পানি ঢুকলেও স্থায়ীভাবে এর কোনো সমাধান হচ্ছে না। এক কলস পানির জন্য উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারীদের পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। খাবার পানিটুকুও নেই। আমরা এর সমাধান চাই।
এনজিও স্বদেশের আয়োজনে এই মানাববন্ধন অনুষ্ঠিত হয়।