শোকবার্তা
শিনজো আবের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি বাংলাদেশেরও বন্ধু ছিলেন।
ড. মোমেন শিনজো আবের উপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারালো, একইসাথে বাংলাদেশ হারালো তার একজন অকৃত্রিম বন্ধুকে।
তিনি শিনজো আবের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, পশ্চিম জাপানের নারাতে শুক্রবার বক্তব্য শুরু করার কয়েক মিনিট পর পেছন থেকে গুলি করা হয় আবেকে। তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
পড়ুন: গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ
২ বছর আগে
আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী ও স্বাধীনতাপদক প্রাপ্ত লেখক আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানের রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী তাঁর মেধা-কর্ম ও লেখনিতে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন, ও বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সমর্থন করে জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে আমৃত্যু কাজ করে গেছেন।
শেখ হাসিনা আরও বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার নিবন্ধিত সাপ্তাহিক জয় বাংলা পত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। পরবর্তীতে তিনি প্রবাসে থেকেও তাঁর লেখনীর মাধ্যমে বাঙালির মুক্তিযুদ্ধের আদর্শ দেশি-বিদেশি গণমাধ্যমে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, আব্দুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে আমার বহু স্মৃতি। অনেক পরামর্শ পেয়েছি। একজন বিজ্ঞ ও পুরোধা ব্যক্তিত্বকে হারালাম, যিনি তাঁর লেখা ও গবেষণায় আমাদের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই
বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক কে জি মোস্তফা মারা গেছেন
২ বছর আগে
আবদুল গাফ্ফার চৌধুরীর মেয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত বিনীতা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
মন্ত্রী বলেন, গাফফার চৌধুরীর পরম স্নেহের কন্যা বিনীতা চৌধুরী ছিলেন বাবার সর্বক্ষণের ছায়াসঙ্গী। বিনীতা চৌধুরী তার বাবার মতোই অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও বন্ধুবৎসল ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বাবা সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
ড. মোমেন বলেন, বিনীতা চৌধুরীর মৃত্যুতে তার বাবা, ভাই-বোন, পরিবারের সদস্য, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ও আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২ বছর আগে
বাংলাদেশ, ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ফিলিপসের মৃত্যুতে সত্যিকার বন্ধু হারাল: প্রধানমন্ত্রী
ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপসের প্রয়াণে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় সত্যিকারের বন্ধু ও মিত্রকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিনি শনিবার রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন: দেশের উন্নয়নের জন্য আরও জ্বালানি প্রয়োজন: প্রধানমন্ত্রী
চিঠিতে তিনি বলেছেন, 'বাংলাদেশের জনগণের কাছে এইচআরএইচ ডিউক সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন। এবং আপনার মহিমা এবং কমনওয়েলথ জনগণের পক্ষে শক্তি ও সমর্থনের একটি স্তম্ভ হিসাবে থাকবেন।'
তিনি ডিউক অফ এডিনবার্গের সাথে রানির বাংলাদেশে দুইটি ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন।
আরও পড়ুন: তরুণদের শক্তি ও সম্ভাবনা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর জোর
প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, 'সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য আপনাকে, শোকার্ত রাজ পরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের জনগণকে মনোবল ও সাহস দান করুন।'
৩ বছর আগে
মোজাম্মেল হক জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৩ বছর আগে
করোনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজাদের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেম আজাদের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
অসাম্প্রদায়িক চেতনার যোদ্ধাকে হারালাম, লোহানীর মৃত্যুতে বললেন প্রধানমন্ত্রী
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে