জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি বাংলাদেশেরও বন্ধু ছিলেন।
ড. মোমেন শিনজো আবের উপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারালো, একইসাথে বাংলাদেশ হারালো তার একজন অকৃত্রিম বন্ধুকে।
তিনি শিনজো আবের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, পশ্চিম জাপানের নারাতে শুক্রবার বক্তব্য শুরু করার কয়েক মিনিট পর পেছন থেকে গুলি করা হয় আবেকে। তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।