তুচ্ছ ঘটনা
তুচ্ছ ঘটনায় মামলা করা বন্ধ না হলে জট কমানো অসম্ভব: প্রধান বিচারপতি
তুচ্ছ ঘটনায় মামলা দায়ের বন্ধ না হলে মামলাজট কমানো সম্ভব না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেন, ‘প্রতি বছর নতুন করা মামলার ২০ শতাংশ থেকে যায়। বিচারকরা সাধ্যমত চেষ্টা করেও সব মামলা শেষ করতে পারেন না।’
আরও পড়ুন: ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
সোমবার সকালে (২৫ জুন) নাটোর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’র উদ্বোধন শেষে এ কথা বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, ‘প্রতি বছর পুরাতন মামলার সঙ্গে যোগ হয় নতুন মামলা। ফলে মামলাজট থেকেই যায়। এই মামলা নিষ্পত্তি করতে হলে দ্বিগুন বিচারক নিয়োগ করতে হবে। যেটা সম্ভব নয়। তাই জট কমাতে ছোট-খাটো বিষয় সমাজিকভাবে নিষ্পত্তি করতে হবে।’
এজন্য গণমাধ্যমকর্মীসহ সাবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বাবান জানান প্রধান বিচারপতি।
এছাড়া একই রকম মামলা একসঙ্গে করে নিষ্পত্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস, জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু, জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলামকসহ অন্যান্য বিচারকরা।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালি স্মার্ট হওয়ার আহ্বান প্রধান বিচারপতির
ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ হতে হবে: প্রধান বিচারপতি
৪ মাস আগে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন স্থানীয় লোধপাড়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তিনি এলাকার একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানায়, উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ওয়াজ মাহফিলে যুবকদের মধ্যে কথা কাটাকাটির জেরে ইমনকে একদল যুবক ব্যাপক মারধর করে চলে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ইউএনবিকে জানান, ইমন ও তার সহপাঠী সৈকতের সঙ্গে অন্য যুবকদের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে সাকচিপাড়া, নওহাটা ও রাজারগাঁও গ্রামের কিছু বিক্ষুব্ধ লোকজন বাজার এসে ইমনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ ইউএনবিকে জানান, সন্ধ্যায় জনতা বাজারে মারামারির ঘটনায় ওই যুবক নিহত হয়েছে। এই মুহুর্তে প্রকৃত ঘটনা বলতে পারছি না। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। লাশটি এখনো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে আছে।
আরও পড়ুন: ধূমপান নিয়ে প্রতিবাদ করায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
৮ মাস আগে
ফরিদপুরে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে চলা সংঘর্ষ রাত ৯টার দিকে শেষ হয়।
ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টিসহ ছয় গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে আছাদ (২২) ও আজিজুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর এবং হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর, আক্কাস মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় কিশোর নিহত
এলাকাবাসীদের বরাত দিয়ে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার সময় এলাকার কিছু যুবক ছুলনা বাজারে ছবি তুলছিল। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও নাওরা এলাকার বাবু, রিফেলসহ কয়েকজন যুবকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এ ঘটনার জেরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড়-দুই ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২৫ জনের অধিক আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষের বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, একটি তুচ্ছ ঘটনা (ছবি তোলা) নিয়ে একদল যুবকদের মধ্যে কথা কাটাকাটি থেকে পরে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফরিদপুরে পিকআপ-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
১ বছর আগে
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধ
সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নিহত
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঐতারা গ্রামের রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আলম হোসেন নামে এক দলিল লেখকের ভূমি অফিস থেকে দলিল ওঠানো নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এসময় আরিফ হোসেন নামে এক যুবক তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে ১৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বিজয় মেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত
১ বছর আগে
তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
তুচ্ছ ঘটনার জের ধরে ঝালমুড়ি দোকানির ছুরিকাঘাতে আহত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ২৫তম ব্যাচের শেষ বর্ষের ছাত্র মো. মেহেরাজ হোসেন ফাহিম (২৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল।
ফাহিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ এ ঘটনার দুই আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া শিশু সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ২
এছাড়া ঘটনার প্রতিবাদে ওই রাতেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যার দিকে ফাহিম বন্ধুদের সঙ্গে শজিমেক হাসপাতালের ২ নম্বর গেটে আড্ডা দিচ্ছিলেন। ওই গেটে ফরিদ ব্যাপারী ও তার ছেলে শাকিল ব্যাপারি ঝাল-মুড়ির ব্যবসা করতেন। সেখানে ঝাল-মুড়ি খাওয়া নিয়ে ফরিদ ব্যাপারীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফাহিম। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাটার চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ফাহিমকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই দিন পুলিশ ফরিদ ব্যাপারীকে ও রাতে ছেলে শাকিল ব্যাপারিকেও আটক করে পুলিশ।
এ ঘটনায় পরের দিন সকালে আহত ফাহিমের বাবা নুর মোহাম্মদ আটক দু’জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন।
ছাত্রলীগের শজিমেক শাখার সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন রনি জানান, ঘটনার তৃতীয় দিনে ফাহিমকে অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, ‘চিকিৎসকদের কাছে থেকে আমরা জানতে পেরেছি, ছুরিকাঘাতের পর ফাহিমের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। সেটি আর নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।’
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, ঝাল-মুড়ি খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ফাহিমকে ছুরিকাঘাত করা হয়।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৫
১ বছর আগে
বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
চাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
শিবচরে টেটা বিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত ৫
মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
৪ বছর আগে
ইটনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
৪ বছর আগে