চাঁদা দাবি
‘সমন্বয়ক’ পরিচয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি, আটক ৯
সিলেটের কোম্পানীগঞ্জ দয়ার বাজার এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটক ৯ জন হলেন- আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো. রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) ও সোলায়মান (২৭)।
আরও পড়ুন: বগুড়ায় চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
আটক ৯ জনের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী নূর আহমদ বলেন, বুধবার রাতে আমরা খবর পাই ছাত্র ‘সমন্বয়ক’ দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকাঘাটে শ্রমিকদের সঙ্গে চিল্লা চিল্লি করছেন এবং তাদের ধাওয়া করছেন। এসময় তারা শ্রমিকদের ৫০০ থেকে ১০০০ টাকা দিতে বলেন। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদের আটক করে পুলিশের দেই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদের নিয়ে এসেছি। এরই মধ্যে তাদের কোর্টে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ বরখাস্ত
মাগুরায় মাদরাসার টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২
১ মাস আগে
যুবলীগ নেতার কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
নাটোরে যুবলীগের এক নেতার কাছে চাঁদা দাবি করার অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) সকালে সদর থানা থেকে তাদের আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার চার ভুয়া সাংবাদিক হলেন, নূর জামান ইসলাম, সুরুজ আরিয়ান সোহান, সাঈদ ও পাপিয়া খাতুন ঐশি। তারা সবাই রাজশাহী থেকে এসেছেন।
আরও পড়ুন: দেবহাটায় মাদরাসা ছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পুলিশ জানায়, নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার যুবলীগ নেতা রাশেদুল ইসলাম কোয়েলের কাছে যান চার ভুয়া সাংবাদিক। পরে তারা কোয়েলের বিরুদ্ধে নানা অভিযোগ আছে উল্লেখ করে সংবাদ প্রকাশ না করার জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
সন্দেহ হলে ওই চারজনকে আটকে রেখে পুলিশে খবর দেন যুবলীগ নেতা কোয়েল। পরে কোয়েলের সহযোগী মোস্তাক সরদার বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল জানান, সোমবার তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে হাজির করা হবে।
আরও পড়ুন: রাণীনগরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী গ্রেপ্তার
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
৭ মাস আগে
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৫ জনের কারাদণ্ড
গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ভূমি কার্যালয়ে এসে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
জানান যায়, অভিযুক্তেরা সাংবাদিক পরিচয়ে ভূমি কার্যালয়ে এসে এসে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার কাছে চাঁদা দাবি করে। বিষয়টিতে সন্দেহ হলে সহকারী কমিশনার তাদের পত্রিকার পরিচয়পত্র যাচাই বাছাই করেন। তাতেই প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
প্রতারণার প্রমাণ মিলে যাওয়ায় তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: সিলেটে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটর পরিচয়দানকারী সাংবাদিক নেত্রকোনার নিউটাউন এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে মো. মনিরুজ্জামান (৫৪);দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার গাজীপুরের পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক (২৪); দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে সরকার নাইমুল ইসলাম সেলিম (৩৪); দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার রিপোর্টার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯) এবং একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি টঙ্গীর এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান রানা (২৪)।
১ বছর আগে
মুন্সিগঞ্জে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে এএসআই ক্লোজড
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার অভিযুক্ত এএসআইকে ক্লোজড করা হয়েছে।
ভুক্তভোগী শাকিল ফরাজী (২৬) গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের এমদাদুল হক ফরাজীর ছেলে।
অভিযুক্ত সুমন মিয়া গজারিয়া থানার উপপরিদর্শক (এএসআই)।
আরও পড়ুন: নড়াইলে চাঁদাবাজির মামলায় সাংবাদিক দাবি করা ৩ জন গ্রেপ্তার
ভুক্তভোগী শাকিল ফরাজী জানান, মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ডে খাজা আজমেরী ভ্যারাইটিজ স্টোর তার নামে একটি দোকান আছে। রবিবার সন্ধ্যায় তিনি গজারিয়া থানার এএসআই সুমনের মাধ্যমে জানতে পারেন তার নামে নারায়ণগঞ্জে বন্দর থানায় একটি মাদক মামলা হয়েছে।
বিষয়টির প্রতিবাদ করে তিনি এএসআই কে জানান, গত কয়েক মাসের ভেতরেও তিনি বন্দর যাননি।
এ সম্পর্কিত কাগজপত্র দেখতে চাইলেও অপারগতা পোষণ করেন এএসআই ।
এরপর সোমবার সকাল ৯টার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে শাকিল ফরাজীকে দোকান থেকে তুলে নেন অভিযুক্ত এএসআই । এসময় গাড়িতে তারা ছাড়াও আরও তিনজন ছিলেন।
চালক গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চর বাউশিয়া এলাকার এক নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে নিয়েই একটি পিস্তল দেখিয়ে তাকে দুই লাখ টাকা দিতে বলেন এএসআই ।
তার দাবিকৃত টাকা না দিলে মাদক মামলার আসামি হিসেবে তাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দেন।
এ সময় শাকিল ফরাজী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে ভুক্তভোগীকে হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করে। এরমধ্যে লোকজনের ভিড় পরে যায়। তারা ব্যবসায়ীকে নির্জন স্থানে নিয়ে আসার কারণ জানতে চাইলে পরিস্থিতি বেগতিক দেখে ছেড়ে দেয় অভিযুক্ত। স্থানীয়রা অভিযুক্ত এএসআইকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুমন জানান, ‘তার এক বন্ধু নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত। সেখানে শাকিলের নামে একটি মাদক মামলা হয়েছে। সেই বন্ধু গজারিয়া থানায় আসে এবং বিষয়টি নিয়ে তারা নিরিবিলি কথা বলার জন্য শাকিলকে ওই বাগানে নিয়ে যায়।’
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এএসআই সুমনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সংশ্লিষ্টতা প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ঢাবির ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
১ বছর আগে
অশ্লীল ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবি, মাগুরায় যুবক গ্রেপ্তার
মাগুরার মহম্মদপুর উপজেলায় স্কুলের এক ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কামাল হোসেন মিলন (২৫) উপজেলার মহেষপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: নেত্রকোণায় বিয়ের আশ্বাসে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার
মহম্মদপুর থানার পুলিশ জানায়, কামালের পাশের গ্রামে ওই ছাত্রীর বাড়ি। কামালকে টাকা না দিলে ওই এডিট করা নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে ওই ছাত্রীকে। টাকা না পেলে আজই ছবিগুলো ছেড়ে দেয়া হবে। এমন হুমকি পেয়ে ওই ছাত্রী বিষয়টি মাকে জানায়। এই ঘটনায় থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রদান করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে আমরা ওই কিশোরীকে দিয়ে ফাঁদ পেতে কামালকে আটক করতে সক্ষম হই। তাকেজিজ্ঞাসাবাদ চলছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
৩ বছর আগে
নারায়ণগঞ্জে ‘চাঁদার দাবিতে’ ১৭ পরিবার ১৩ ঘণ্টা অবরুদ্ধ
সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট সংলগ্ন একটি ভবনের ১৭ পরিবারকে ‘চাঁদার দাবিতে’ প্রায় ১৩ ঘণ্টা জিম্মি করে রেখেছিল স্থানীয় প্রভাবশালীরা।
৪ বছর আগে
মানিকগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করে তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে