টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ায় মদ পানে ব্যবসায়ীর মৃত্যু
বগুড়া সদরে বিষাক্ত মদ পানে আদম আলী ওরফে পেস্তা (৩০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার রাতে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মৃত পেস্তা বগুড়া শহরের ধরমপুর মসজিদ পাড়ার মৃত ইউনুছ মেম্বারের ছেলে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
জানা গেছে, শনিবার রাতে তিনি মদপান করে বাড়ি ফেরেন। রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন করে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। রবিবার সন্ধ্যার দিকে পেস্তা অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অচেতন অবস্থায় আদম আলী নামের একজন হাসপাতালে ভর্তি হয়। তার পরিবারের সদস্যরা ভর্তির সময় জানিয়েছেন অ্যালকোহল জাতীয় মদ পানে তিনি অসুস্থ হন।
আরও পড়ুন:বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভূঞা বলেন, অ্যালকোহল পানে মৃত্যুর অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, এখনও আমরা নিশ্চিত নই আদম আলী ঠিক কি কারণে মারা গেছেন। তবে তার হার্ট ও কিডনি জনিত সমস্যা ছিল। তবে সে আগে থেকেই মাদক সেবন করতেন বলে তার পরিবার জানিয়েছে।
৩ বছর আগে
করোনা: বগুড়ায় ৩০২২টি নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা
বগুড়া জেলায় বর্তমানে ৩০২২ নমুনা নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।
৪ বছর আগে
করোনায় বগুড়ায় ২ ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে জেলায় মোট ১০৯ জন আক্রান্তের হয়েছেন।
৪ বছর আগে