প্রক্টর
আন্দোলনের মুখে ববির ভিসি-প্রক্টরসহ ২০ জনের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর আবদুল কাইউমসহ ২০ জন।
এছাড়া উপাচার্য ও প্রভোস্ট ছাড়াও পদত্যাগ করেছেন ৪টি হলের প্রভোস্ট, কয়েকজন হাউজ টিউটর, শরীর চর্চা দপ্তরের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ শিক্ষক-কর্মকর্তারা।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও ৭ জন সহকারী পরিচালকের পদত্যাগ
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এরপর প্রক্টর আবদুল কাইউম ববির রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে প্রথমে পদত্যাগ করেন। এরপর উপাচার্য বদরুজ্জামান ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেন।
ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘উপাচার্য ও প্রক্টরসহ মোট ২০ জন পদত্যাগ করেছেন। এ পদত্যাগের কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হবে না। পরীক্ষা-ক্লাস নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘তবে উপাচার্য না থাকায় আর্থিক অনুমোদনের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। ববির মতো অবস্থা দেশজুড়ে অসংখ্য বিশ্ববিদ্যালয়ের।’
তিনি আরও বলেন, ‘তাই মনে করছি অন্তবর্তীকালীন সরকার উপাচার্য নিয়োগ দিয়ে ববির কার্যক্রমে গতি বৃদ্ধিতে সহায়তা করবেন।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, ‘উপাচার্য ও প্রক্টর ছাত্র আন্দোলনে অসহযোগিতা করেছেন। আন্দোলন দমাতে ও শিক্ষার্থীদের হয়রানি করতে তারা চেষ্টা চালিয়েছিলেন।’
আরও পড়ুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ
৪ মাস আগে
হাবিপ্রবির উপাচার্য, প্রক্টর ও উপদেষ্টাসহ ৩ জনের পদত্যাগ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য, প্রক্টর ও ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টাসহ তিন কর্মকর্তা নিজ নিজ দ্বায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগ করা তিনজন হলেন- হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ ও ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহবুবব হোসেন।
আরও পড়ুন: ১০ দফা দাবিতে হাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক ও সরকার ব্যবস্থায় পরিবর্তনের ফলে শিক্ষকতার পাশাপাশি অতিরিক্ত দ্বায়িত্ব থেকে পদত্যাগের ঘটনা ঘটেছে।
এদিকে, উপাচার্যের পদত্যাগের খবর উৎফুল্লতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকেই উপযুক্ত শিক্ষককে নতুন উপাচার্য হিসেবে পেতে চাইছেন তারা।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আগামী ১৮ আগষ্ট বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে তার আগেই হলে ফিরতে চান শিক্ষার্থীরা।
অবশ্য নিরাপত্তার প্রশ্নে কিছুটা আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতরা।
আরও পড়ুন: হাবিপ্রবিতে র্যাগিংয়ের দায়ে ২ শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ১, হাবিপ্রবির ২ নেপালি শিক্ষার্থী আহত
৪ মাস আগে
বাকৃবিতে শিক্ষক লাঞ্ছিত, প্রক্টরের পদত্যাগ দাবি সোনালী দলের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের শিক্ষকরা।
সোনালী দলের শিক্ষকদের সঙ্গে রবিবার (৪ আগস্ট) অসৌজন্যমূলক আচরণ করার কারণে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেন সংগঠনটির সদস্যরা।
আরও পড়ুন: ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আগুন
সোনালী দলের শিক্ষকরা জানান, রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল শেষে উপাচার্যের ভবনের সামনে উপস্থিত হলে বাকৃবি ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তার অনুসারীরা আন্দোলনে বাঁধা দেয় এবং শিক্ষকদের লাঞ্ছিত করে।
বিষয়টি প্রক্টরকে জানানো হলে তিনিও সোনালী দলের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, ‘ক্যাম্পাসে সমাবেশ শেষে শিক্ষকদের অনেকেই শহরে চলে যাবে বলে রওনা দিচ্ছিল। এদিকে নারী শিক্ষকরা ক্যাম্পাসে মুক্ত মঞ্চের সামনে ছিল। এমন সময় অডিটোরিয়ামের দিক থেকে ২০ থেকে ২৫ জনের মতো ছাত্র হাতে লাঠি ও রড নিয়ে দৌড়ে আসে। তারপর তারা অকথ্য ভাষায় গালাগালি করে ও আমাদের লাঞ্ছিত করে।’
তবে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: এটিএন বাংলার কার্যালয়ে তাণ্ডব, এটিএন নিউজের সম্প্রচার বন্ধ
রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
৪ মাস আগে
ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান।
তিনি সদ্যবিদায়ী প্রক্টর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী স্থলাভিষিক্ত হন।
ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মাকসুদুরকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বুধবার রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার জানিয়েছেন।
তিনি ইউএনবিকে বলেন, 'আমি আজ নিয়োগপত্র পেয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমি আমার নতুন দায়িত্ব গ্রহণ করবো।
উল্লেখ্য, মাকসুদুর রহমান ১৯৯৪ ও ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৮ সালে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে মানব ভূগোল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার্থীদের কান-মুখ খোলা রাখতে দেয়া নোটিশের কার্যকারিতা হাইকোর্টে স্থগিত
যৌন হয়রানি: ঢাবির ক্রিমিনোলজির শিক্ষার্থী সাময়িক বরখাস্ত
১ বছর আগে
চবি প্রশাসন থেকে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন থেকে প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের ১৭ জন পদত্যাগ করেছেন।
রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
জানা গেছে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।
আরও পড়ুন: ২২ দফা দাবিতে চবির চারুকলার শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও আন্দোলন
এ বিষয়ে জানতে চাইলে কে এম নূর আহমদ বলেন, আমি পদত্যাগকারীদের তালিকা তৈরি করছি। পরবর্তীতে জানাতে পারব কারা পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি আমার গবেষণা ও শিক্ষার্থীদের সময় দিতে চাই। তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।
এর আগে গত ৭ মার্চ পদত্যাগ করেন চবির প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম।
আরও পড়ুন: চবির চারুকলা সংস্কারকাজে এক মাস বন্ধ ঘোষণা
চবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১ বছর আগে
শাবিপ্রবির প্রক্টরিয়াল টিমে নতুন ৪ সদস্য
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল টিমে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে বলা হয়, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।
আরও পড়ুন: শতভাগ শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি করার চেষ্টা করবো: উপাচার্যএদিকে, ব্যক্তিগত কারণে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলের দায়িত্ব পাওয়ার বিষয়টি জানানো হয়। ইশরাত ইবনে ইসমাইল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্বরত।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয় এবং একইসঙ্গে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস শুরু
২ বছর আগে
শাবির প্রক্টর আলমগীর কবিরকে অব্যাহতি
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে এবার সরিয়ে দেয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর আলমগীর কবিরকে।এই পদে দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন রেজিস্ট্রার ইসফাকুল হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে আলমগীর কবিরকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: শাবিপ্রবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন
২ বছর আগে
ট্রাকচাপায় রাবি ছাত্রের মৃত্যু: প্রক্টরকে অব্যাহতি
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
নিহত মাহমুদ হামিদ হিমেল বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থী।
নতুন প্রক্টর হিসেবে গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হককে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার রাবি রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এদিকে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিমেলকে চাপা দেয়া ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, দুপুর দেড়টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গার বালিয়া গ্রাম থেকে চালক টিটুকে (৩৫) আটক করা হয়।
আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত রাবি শিক্ষার্থীর দাফন নাটোরে সম্পন্ন
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় চারুকলা অনুষদের ছাত্র হিমেল নিহত ও আরেক ছাত্র আহত হন। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়।
পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। গভীর রাতে সিটি মেয়র ও ভিসি গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাযা শেষে হিমেলের লাশ নাটোর পাঠানো হয়।
বুধবার দুপুর ২টায় নাটোর পৌর জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাযা শেষে গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার
ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
২ বছর আগে
ভিসির বাসায় খাবার নিতে বাধা, শাবিপ্রবিতে অনশন অব্যাহত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার প্রক্টরের নেতৃত্বে একটি দলকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসায় খাবার নিয়ে যেতে বাধা দেয়। তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন অব্যাহত রেখেছে।
সন্ধ্যায় প্রক্টর আলমগীর কবির প্রথমে শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা অনশন ভাঙতে অস্বীকার করে এবং তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
জানা যায়, উপাচার্যের জন্য খাবার নিয়ে শিক্ষার্থীদের মানব শেকল ভেদ করে বাসভবনে প্রবেশ করতে যায় প্রক্টরিয়াল টিম। কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে প্রবেশ করতে পারেননি। কয়েকজন শিক্ষার্থীকে মানব শেকলের ভেতর শুয়ে পড়তে দেখা যায়।
শাবিপ্রবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষক ডরমেটরির ভেতর বেশ কিছু শিক্ষক আটকা পড়ে আছেন। এদের মধ্যে একজন শিক্ষক অসুস্থ। এছাড়া উপাচার্যের হার্টের সমস্যা, তার ওষুধও ফুরিয়ে গেছে। যদি ভেতরে যাওয়ার সুযোগ হতো তবে ওষুধের ব্যবস্থা করা যেতো। এখন আর এই সুযোগ নেই।
এদিকে সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান উপাচার্যের জন্য খাবার এনে গেট থেকে ফিরে যান।
আরও পড়ুন: জাবি ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য: ক্ষমা চাইলেন শাবিপ্রবি উপাচার্য
শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সমাবেশ
২ বছর আগে
চবি থেকে ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিস্কার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার থেকে বহিষ্কারাদেশ কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত কয়েকদিনের দুই পক্ষের সংঘর্ষ জড়িতদের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে ১২ জন শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। গতরাতের সভায় অভিযুক্ত ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
ছয় মাস বহিষ্কৃতরা হলেন-অর্থনীতি ২০১১-১২ সেশনের ফরহাদ, লোকপ্রশাসন ১৪-১৫ সেশনের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব ১৫-১৬ সেশনের আরিফুল ইসলাম, ইতিহাস ১৫-১৬ সেশনের জুনায়েদ হোসেন জয়, পরিসংখ্যান ১৬-১৭ সেশনের আকিব জাভেদ, আইন বিভাগ ১৭-১৮ সেশনের খালেদ মাসুদ, কম্পিউটার বিজ্ঞান ১৮-১৮ সেশনের তানজিল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৯-২০ সেশনের মো. নাঈম, আরবি ১৯-২০ সেশনের তৌহিদ ইসলাম, বাংলা ১৯-২০ সেশনের সাইফুল ইসলাম।
এক বছর বহিষ্কৃতরা হলেন- আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের মির্জা কবির সাদাফ, রসায়ন ১৬-১৭ সেশনের আশরাফুল আলম নায়েম।
আরও পড়ুন: চবিতে উৎসবমুখর পরিবেশে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
করোনায় মারা গেলেন চবির সাবেক ডিন গাজী সালাহ উদ্দীন
চবির সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
৩ বছর আগে