ইসকন
সাম্প্রদায়িক সহিংসতা: শাহবাগে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ
বাংলাদেশে সম্প্রতি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে ১০টি হিন্দু সংগঠনের শতাধিক হিন্দু ধর্মাবলম্বী। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসকনের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় হিন্দু ফোরামের সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, ‘হিন্দুদের আর দুর্বল মনে করবেন না। সকল হামলার জবাব আমরা রাস্তায় নেমে দেব।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস পাল বলেন, ‘সারাদেশে হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, হত্যা এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। কিন্তু সরকার ও প্রশাসন প্রতিরোধের পরিবর্তে ঘটনা ঘটার পর ব্যবস্থা নিয়েছে।’
এ সময় তিনি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে অনশনের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: মন্দিরে হামলার উস্কানির অভিযোগে ইসলামী বক্তা আটক
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা দেশের চেতনার বেদীমূলে হামলা: তথ্যমন্ত্রী
পীরগঞ্জে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: স্পিকার
৩ বছর আগে
সিলেটে সংক্ষিপ্ত কর্মসূচিতে রথযাত্রা পালিত
জনসমাগম না করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে ইসকন সিলেট মন্দিরে পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
৪ বছর আগে