দু'পক্ষের সংঘর্ষ
কুষ্টিয়ায় গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ
কুষ্টিয়ার কুমারখালীতে গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে, সালিশে সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ চরসাদীপুরের চেয়ারম্যানসহ ৮ থেকে ১০ জনকে অবরুদ্ধ করে রাখে।
আহতদের মধ্যে চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল মালেক ৩৫), কালু ড্রাইভার (৫০), হেলাল উদ্দিন (৪০), সুফি মন্ডল (৩৭), মাসুম (২৬), মনসুর (২৯) ও মিঠুনকে (২৯) পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরসাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী বলেন, গরু চুরির সালিশ চলছিল তার পরিষদে। হঠাৎ মারামারি শুরু হয়। কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
তাকে জনগণ পরিষদে অবরুদ্ধ করে রেখেছে উল্লেখ করে তিনি সার্বিক পরিস্থিতি মুঠোফোনে পুলিশকে জানিয়েছেন।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর দাস বলেন, তিনি খবর পেয়ে চরসাদীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষক নিহত
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে জোর করে বিয়ে, ‘বর’ ও ঘটককে কারাদণ্ড
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম (৪০) একই এলাকার কসিমুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: গরুর ধান খাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জে নিহত ১
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ রবিবার দুপুর আড়াইটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এতে জিয়ারুলসহ অন্তত ১০জন আহত হয়।
গুরুতর আহত জিয়ারুলকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এছাড়া সংঘর্ষে নিহত জিয়ারুলের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
জৈন্তাপুরে দু'পক্ষের সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত, আহত শতাধিক
১ বছর আগে
ঝিনাইদহে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার শুড়াগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, উজ্জ্বল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: গরুর ধান খাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জে নিহত ১
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো।
১ বছর আগে
গরুর ধান খাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জে নিহত ১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. নজির হোসেন (৫০) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে।
এর আগে রবিবার বিকালে মান্নারগাঁও গ্রামে সংঘর্ষের এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশ দু’জনকে আটক করেছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২
স্থানীদের বরাতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, রবিবার বিকালে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার গরু পাশের বাড়ির নজির হোসেনের আমন জমিতে গিয়ে পাকা ধান খাচ্ছিল। পরে ওই জমির কৃষক নজির হোসেন গরুটিকে ধানখেত থেকে উঠিয়ে দিলে গরুর মালিক মদরিছ মিয়া ক্ষিপ্ত হন। একপর্যায়ে দু’জনের এ নিয়ে মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একে কেন্দ্র করে মান্নারগাঁও ও জালালপুর গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে কৃষক নজির হোসেনসহ ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে নজির হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
আরও পড়ুন: ছাতকে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
৩ বছর আগে
সিলেটের বিশ্বনাথে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হাজী মখলিছ মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
৪ বছর আগে