বেসরকারি বিমান সংস্থা
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ মূল্যছাড়
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় ঘোষণা দিয়েছে।
পাশাপাশি কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে সংস্থাটি দেবে দুই রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা। এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও রয়েছে আকর্ষণীয় অফার।
অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ এর নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট ক্রয় করতে হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকিট ক্রয় করতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
হোটেলগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সী-গাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গেও নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।
এদিকে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকিট ক্রয় করলে মূল্যছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকিট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত পাঁচ কেজি ফ্রি সুবিধা পাবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-১৩৬০৩ অথবা
ভিজিট করুন flynovoair.com
আরও পড়ুন: নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
১ বছর আগে
নভোএয়ার এর ১০ম বার্ষিকী উদযাপন
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সফলভাবে তার ১০ বছর পূর্ণ করেছে। সোমবার (৯ জানুয়ারি)বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নভোএয়ার তার ১০ বছর পূর্তি উদযাপন করছে।
২০১৩ সালের এই দিনে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট শুরু করে নভোএয়ার।
১০ বছর পূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এক দশকের যাত্রায় নভোএয়ারের সঙ্গে থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী সহযোগী এবং যাত্রীদের ধন্যবাদ দিয়েছেন।
আরও পড়ুন: নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
তিনি বলেন,‘বিশ্বমানের পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সময়মতো ফ্লাইট পরিচালনা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের দুটি মূলমন্ত্র নিরাপত্তা ও সেবাকে সমান গুরুত্ব দিই।’
তিনি আরও বলেন, ‘নভোএয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা কাটিয়ে ১০ বছরে এক লাখের বেশি ফ্লাইট পরিচালনা করে ৫ দশমিক ৫ মিলিয়নেরও বেশি যাত্রীদের সেবা দিয়েছে এবং একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন বছরে আমরা আমাদের যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যগুলো সম্প্রসারণের মাধ্যমে উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করা এবং বহরে আরও বিমান সংযোজন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া এটি সরাসরি যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করছে।
নভোএয়ার সবসময় নতুন নতুন সেবা যুক্ত করে যাত্রীসেবার মান উন্নয়নে সচেষ্ট থাকে।
যাত্রীদের বিশেষ পরিষেবা প্রদানকারী দেশের প্রথম এয়ারলাইন হিসেবে নভোএয়ার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, নভোএয়ার-ইবিএল কো-ব্র্যান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকিট কেনার জন্য একটি মোবাইল অ্যাপ এবং চেক-ইন প্রক্রিয়াকে ঝামেলাপূর্ণ করতে ওয়েব চেক-ইন-ফ্রি, নভোএয়ার এমটিবি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পরিষেবা চালু করে।
নভোএয়ারকে ২০১৪ সালে সেরা দেশীয় এয়ারলাইন্স, ২০১৯ সালে সেরা দেশীয় এয়ারলাইনস এবং ২০২১ সালে পাক্ষিক ভ্রমণ পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ সেরা অনটাইম পারফরম্যান্স এয়ারলাইন্সের পুরস্কার দেয়।
আরও পড়ুন: নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
১ বছর আগে
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট উদ্বোধন করেছে।
বুধবার (৩০ নভেম্বর) যশোর বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
ফ্লাইটটি যশোর থেকে প্রতি বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে এবং কক্সবাজার থেকে প্রতি শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারন করা হয়েছে।
এদিকে, ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে যশোর-কক্সবাজার-যশোর রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুইজনের রিটার্ন টিকিট ও তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা থাকবে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে।
নভোএয়ার কক্সবাজারে বিনামূল্যের হোটেলগুলো হল- সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
এছাড়া নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী এবং কলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ ছাড়
১ বছর আগে
ঢাকা-কুয়ালালামপুর রুটে মঙ্গলবার থেকে ইউএস-বাংলার ফ্লাইট
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী মঙ্গলবার থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। করোনা মহামারির মধ্যে প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।
বর্তমানে করোনা মহামারির মধ্যে রাষ্ট্রীয় বিভিন্ন শর্তারোপের কারণে ইউএস-বাংলার ফ্লাইট প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে এবং স্থানীয় সময় রাত ২টায় কুয়ালালামপুরে অবতরণ করবে। পুনরায় বুধ ও শুক্রবার রাত ৩টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: ঢাকা থেকে রাজশাহী রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃহস্পতিবার শুরু
কোভিড-১৯ মহামারীতে বর্তমানে সরকারের নির্দেশনা মতে, ঢাকা থেকে দুবাই, দোহা, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে ঢাকা থেকে মাস্কাট, চেন্নাই, কলকাতা ও ব্যাংকক।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের অভ্যন্তরে কক্সবাজার ব্যতীত সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং-৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।
৩ বছর আগে
নভোএয়ারে কলকাতায় গেলেন ১৯ ভারতীয় নাবিক
করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ১৯ ভারতীয় নাবিক বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন।
৪ বছর আগে