ট্রাক উল্টে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিমেন্ট ভর্তি একটি ট্রাক উল্টে মো. ফানু আলী ও আব্দুর রাজ্জাক খুদু নামে দুইজন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের ইদ্রিস আলীর ছেলে মো. ফানু আলী (৪৫) ও হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৫৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, শুক্রবার সকালে ট্রাকটি পিরোজপুর থেকে বারিক বাজার যাচ্ছিল। এ সময় সোনাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে জলাধারে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন শ্রমিক নিহত হন। আহত হন চারজন।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২ মাস আগে
নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
নড়াইলে ট্রাক উল্টে ইমন আলী নামে ট্রাকের এক সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার হাওয়াইখালী সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
ইমন আলী যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলির ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছেন।
আরও পড়ুন: পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্যাকেটজাত ডালডা বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে যশোর যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী সেতুর সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় সহকারী ইমন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে তিন বাহনের সংঘর্ষ, নিহত ১
রাজশাহীতে বখাটের ঘুষিতে আনসার সদস্য নিহত
৯ মাস আগে
সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১২
সাতক্ষীরার তালায় ধানের বস্তাভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা শ্রমিকেরা হলেন- জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু হোসেনের ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নাগর গ্রামের ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)।
আহতরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফরিদা খাতুন, একই গ্রামের আনারুল মোড়লের ছেলে আরাফাত হুসাইন মিঠু, একই গ্রামের আব্দুর জব্বারের ছেলে শ্রমিক সর্দার এশার আলীসহ ১২ জন।
আহত শ্রমিক তাপশ কুমার দাশ জানান, তারা ২৪ জন শ্রমিক সাতক্ষীরা থেকে ধান কাটার জন্য শরিয়তপুর গিয়েছিলেন। মজুরি হিসাবে পাওয়া ধান নিয়ে সোমবার দিন রাতে একটি পিকআপ ভাড়া করে তারা সাতক্ষীরায় আসছিলেন। কিন্তু গাড়িটি চালাচ্ছিল পিকআপের হেলপার। আমরা নিষেধ করার পরও তারা গুরুত্ব দেয়নি। পথিমধ্যে ভোর পৌনে ৫টার দিকে পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত, আহত ১৫
এতে ১২ জনের মত শ্রমিক কমবেশি আহত হই এ সময় দুইজন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আমাদেরকে সদর হাসপাতালে নিয়ে আসে।
সাতক্ষীরা-খুলনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, শ্যামনগর থেকে ২৪ জন শ্রমিক শরিয়তপুর জেলায় ধান কাটতে যায়। কাজ শেষে সোমবার সন্ধ্যায় তারা ট্রাকে করে বাড়িতে রওয়ানা দেন। মঙ্গলবার সকালে ট্রাকটি কুমিরা এলাকায় পৌছালে চালকের বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শ্রমিকরা গুরুতর আহত হন। ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন সুমন হোসেন।
পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন নামের আরও এক শ্রমিক। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
১ বছর আগে
গফরগাঁওয়ে ট্রাক উল্টে হেলপার নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় উপজেলার পাগলা থানার দিঘীরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত অপু মিয়া (২১) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আলকদী এলাকার আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক উল্টে নিহত ২
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হোসেনপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘীরপাড় এলাকায় ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাকটি উল্টে যায়।
এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হেলপার অপু মারা যান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
সীতাকুণ্ডে মহাসড়কে ট্রাক উল্টে কিশোরীর মৃত্যু
১ বছর আগে
খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৩
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মহালছড়ি ও জালিয়াপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার গচ্ছাবিল গ্রামের মো. রাজু (৩৫) ও মো. ইলিয়াছ (৩৬)। তারা পেশায় শ্রমিক।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমদ জানান, মহালছড়ি থেকে ছেড়ে আসা জালিয়াপাড়াগামী কাঠবোঝাই একটি ট্রাক যাচ্ছিল।
আরও পড়ুন: পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে নিহত ২
পথে তৈকর্মা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই সময় আরও তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ বছর আগে
ধানবোঝাই ট্রাক উল্টে কুড়িগ্রামে শ্রমিক নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরীর চন্ডীপুর ব্রিজ এলাকায় বৃস্পতিবার ধানবোঝাই ট্রাক উল্টে ৫০ বছর বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর শ্রমিক নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে নিহত ২
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার উপপরিদর্শন (এসআই) সেলিম মিয়া জানান, রাতে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামে যাওয়ার পথে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চন্ডীপুর ব্রিজের কাছে খাদে পরে যায়। এই সময় ট্রাকের নিচে এক শ্রমিক আটকা এক শ্রমিক আটকা পরে। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা গেলেও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মার যান।
২ বছর আগে
যশোরে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত
যশোর সদরে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না (২২) উপজেলার কাউদিয়া গ্রামের মুসা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর এলাকার একটি ইটভাটা থেকে ইট নিয়ে ট্রাকটি বের হয়। এরপর শ্যামনগর বাজার মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা চালকের সহকারী মুন্না ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশে এসে মুন্নার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহি নিহত
যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মুনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ বছর আগে
মাদারীপুরে ট্রাক উল্টে নিহত ৬
জেলার শিবচরে আড়িয়াল খাঁ ব্রীজ টোল প্লাজার কাছে শনিবার রাতে ট্রাক উল্টে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন হলেন মাদারীপুর সদর উপজেলার সোহান হোসেন (২৬) ও পুলক হোসেন (২৫)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একমুখী যানজট
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, রাত ৯টার দিকে ট্রাকটি শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রীজ টোল প্লাজার কাছে মহাসড়ক থেকে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের উপর পরে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে একজন স্থানীয় হাসপাতালে এবং অন্য দুজন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ঈদযাত্রায় ২৪০ সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৩
৩ বছর আগে
শেরপুরে ট্রাক উল্টে বৃদ্ধ ও ১৩ গরু নিহত
শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য নির্মাণাধীন কালভার্টের খাদে ট্রাক উল্টে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। সেই সাথে ট্রাকের ১৩ গরুও মারা গেছে।
৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫
টাঙ্গাইলে সদর উপজেলার কান্দিলায় শনিবার ভোরে ট্রাক উল্টে পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
৪ বছর আগে