জেলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নৌকাডুবিতে জেলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বারোঘরিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় নৌকাডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত শুকুদ্দি(৬৫) বারোঘরিয়া জামাদার পাড়ার আফতাব আলীর ছেলে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী জানান, বৃহস্পতিবার সকালে শুকুদ্দি মহানন্দা নদীতে একাই নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ নদীতে জাল দেখার সময় পানিতে পড়ে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এরপর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে সকাল সাড়ে ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু
করতোয়ায় নৌকাডুবি: তদন্ত প্রতিবেদন নিয়ে ধুম্রজাল
করতোয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ৬৯
৯০৪ দিন আগে
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় অপর দুই জেলে আহত হন। শুক্রবার সকালে ঘুশুরিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন (২৫) চৌহালী উপজেলার ঘুশুরিয়া মোল্লাপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
নিহতের পরিবারের বরাত দিয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মামুনসহ ১২ জেলে বৃহস্পতিবার দিবাগত রাতে যমুনার ঘুশুরিয়ার চর এলাকায় মাছ ধরতে যায়। শুক্রবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গর্জন শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বজ্রপাতে মামুন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই জেলে আহত হন।
১১৬২ দিন আগে
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জেলের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় শুক্রবার সকালে জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জেলের মৃত্যু হয়েছে।
১৫৮৯ দিন আগে
জগন্নাথপুরে বজ্রপাতে জেলের মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে রবিবার বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
১৭০৬ দিন আগে
সুনামগঞ্জে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
সুনামগঞ্জ জেলার মধ্যনগরে বজ্রপাতের আঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে।
১৭৭১ দিন আগে