রিমান্ডে
প্রকাশ্যে গুলি করা সেই আ.লীগ নেতা ৭ দিনের রিমান্ডে
ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাভারে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন। সাভারের রাজাসনে আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের ছেলে। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য।
গত ৫ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রাসেল। এ ঘটনায় তার বড় ভাই সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেন।
এ ছাড়াও সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও ১৪টি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
আরও পড়ুন: স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের
রবিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল সুজনকে গ্রেপ্তার করে।
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে ছাত্র-জনতার ওপর অনবরত গুলিবর্ষণ করতে দেখা যায়।
৫৯ দিন আগে
আশুলিয়ায় চলন্ত বাসে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: একজনের স্বীকারোক্তি, ৫ জন রিমান্ডে
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চালক সুমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া বাকি পাঁচ জনের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. শাহাজাদী তাহমিদার আদালতে রিমান্ড শুনানি শেষে আসামি পাঁচ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে দুপুরে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ছয় আসামিকে আদালতে পাঠায় পুলিশ।
ঢাকা জেলা কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আশুলিয়া থেকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। এদের মধ্যে আসামি চালক সুমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুনানি শেষে অপর পাঁচআসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গ্রেপ্তার আসামিরা হলেন-ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও বগুড়া জেলার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে এবং আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাত।
আরও পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ওই ছয়জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছেন।
আশুলিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জে স্বামী ও সন্তান নিয়ে থাকেন। তিনি সেখানে একটি পোশাক কারখানার শ্রমিক। তার বোন মানিকগঞ্জে থাকেন। গতকাল শুক্রবার তিনি বোনের বাসায় যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জে নিজের বাসায় ফেরার পথে বাসে তিনি ধর্ষণের শিকার হন।
আরও পড়ুন: কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
পরে টহল পুলিশ বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ছয়জনকে আটক করে পুলিশ।
১৩৯৩ দিন আগে
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: খাদেমসহ ৪ আসামি রিমান্ডে
পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে (৫০) কোরআন অবমাননার গুজবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় মসজিদের খাদেমসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৫৯৮ দিন আগে
ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা: স্বামী-শ্বশুর ৩ দিনের রিমান্ডে
নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান দুই আসামি স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৭৩০ দিন আগে