পুড়ল
আগুনে পুড়ল ৪০ বিঘা জমির পানের বরজ
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে গেছে ৪০ বিঘা পানের বরজ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি।
আগুনে নিঃস্ব হয়েছেন অন্তত ২০ জন পান চাষি।
আরও পড়ুন: কুমারখালীতে আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান চাষিরা বলছেন, উপজেলার বাগডোব গ্রামের নিজাম উদ্দিন তার শুকিয়ে যাওয়া শিমের খেত পরিষ্কার করার জন্য আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে বাতাশে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন চাষির ৪০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪০ বিঘা জমির প্রায় ১৮টি পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এতে করে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন- আব্দুল লতিব, রাজা মিয়া, আতাহার, হারুন, আবেদ আলী, খতিবসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় শিম খেতের মালিক নিজাম উদ্দিন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ না করলেও এ নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে নজরদারি রাখা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ মহিষ
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
৬ মাস আগে
রাজশাহীতে হরতালের প্রথম দিনে পুড়ল দুই বাস
বিএনপি,জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে রবিবার(১৯ নভেম্বর) রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রবিবার রাতে নাটোর থেকে একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি বাস বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যায়। রাত সাড়ে ৯টার দিকে ফেরার পথে ধোপাপাড়া এলাকায় চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোদাগাড়ী উপজেলায় শিমু নূর তাজ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ৪ বিএনপি কর্মী আটক
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরিহিত দুই মোটরসাইকেলে চারজন চাঁপাইনবাবগঞ্জগামী চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি।
চালক বাসথামানোর পর যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের হরতাল চলছে, ঢাকার রাস্তায় যান চলাচল স্বাভাবিক
১ বছর আগে
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬৫ বসতঘর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে অন্তত ৬৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম জানান, আগুন নেভাতে গিয়ে আটজন দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ঐতিহ্যবাহী বাবুবাড়িতে অগ্নিকাণ্ড
তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আজাদুল।
আরও পড়ুন: চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৪ বসতঘর পুড়ে ছাই
পুরান ঢাকায় অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার
২ বছর আগে
কমলাপুরে আগুনে পুড়ল বস্তির ৩০ ঘর
রাজধানীর কমলাপুর এলাকার টিটিপাড়া মেথরপট্টিতে শুক্রবার রাতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে।
৪ বছর আগে