নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে গেছে ৪০ বিঘা পানের বরজ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি।
আগুনে নিঃস্ব হয়েছেন অন্তত ২০ জন পান চাষি।
আরও পড়ুন: কুমারখালীতে আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান চাষিরা বলছেন, উপজেলার বাগডোব গ্রামের নিজাম উদ্দিন তার শুকিয়ে যাওয়া শিমের খেত পরিষ্কার করার জন্য আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে বাতাশে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন চাষির ৪০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪০ বিঘা জমির প্রায় ১৮টি পানের বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এতে করে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন- আব্দুল লতিব, রাজা মিয়া, আতাহার, হারুন, আবেদ আলী, খতিবসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।
ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় শিম খেতের মালিক নিজাম উদ্দিন।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ না করলেও এ নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে নজরদারি রাখা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ মহিষ