বন্যার পানি
সুনামগঞ্জে বন্যার পানি কমলেও দুর্ভোগ বাড়ছে হাওরপাড়ের বাসিন্দাদের
দেশের উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও ভোগান্তি বেড়েছে হাওরপাড়ের বাসিন্দাদের। নদীর পানি ধীরে কমায় ভোগান্তি দীর্ঘ হচ্ছে তাদের।
সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জের উঁচু এলাকায় পানি অনেকটাই কমেছে, তবে নিচু এলাকায় পানি এখনো স্থির হয়ে রয়েছে। অসংখ্য বাড়িঘরে এখনও পানি রয়েছে। জনবসতি ও সড়কে হাঁটু পানি। এছাড়া ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, ছাতক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দারা।
আরও পড়ুন: সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩
সদর উপজেলার খাইমতর গ্রামের জহুর উদ্দিন বলেন, ‘বাড়ি থেকে কোথাও বের হওয়া যাচ্ছে না। সকালে কলেজে গেছিলাম পানিতে ভিজে। রাস্তাঘাট ভাঙা, কাদা মাটি ভরা। গাড়ি চলে না। অনেক জায়গা হেঁটে হেঁটে যাওয়া লাগছে।’
সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার মামুন আলী বলেন, ‘বন্যার পানি কমায় আমরা খুব অসুবিধায় আছি। ঘরের ভেতর থাকার মতো আর অবস্থা নেই। ঘরে এখনও হাটু পানি, হাওরের ঢেউয়ে ঘরের টিন সব ভেঙে ফেলছে। খাবার দাবারও ঘরে নেই।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের তথ্য মতে, রবিবার (১৪ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই থেকে ১৪ জুলাই সকাল ৯টা পর্যন্ত) সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি কমেছে ১৭ সেন্টিমিটার। এই ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করেছে। দেশের উজানে বৃষ্টি কম হচ্ছে। যার কারণে পাহাড়ি ঢলের তোড় কমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টির পরিমাণ কমেছে। এখন বন্যা পরিস্থিত উন্নতির দিকে।’
আরও পড়ুন: সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা, লাখো মানুষ পানিবন্দি
সিলেট ও সুনামগঞ্জে বন্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাড়ে ৩ লাখ ডলার সহায়তা
৪ মাস আগে
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭: স্বাস্থ্য অধিদপ্তর
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় আরও একজনের মৃত্যুতে দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুসারে, সর্বশেষ মৃত্যু বন্যার পানিতে ডুবে হয়েছে। ১৭ মে থেকে ২১ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ২২ হাজার ৩৯৩ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০০ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জন মারা গেছেন।
নিহতদের মধ্যে সিলেটে ৭৩ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
বন্যা কবলিত ৪৫টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে চারটি, ময়মনসিংহ বিভাগে সাতটি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে যথাক্রমে ১৩, ১১, ৭ ও ৫ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষামন্ত্রী
২ বছর আগে
বন্যার পানিতে ডুবে সিলেটে কিশোরের মৃত্যু
সিলেটে বন্যার পানিতে ডুবে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মোবারক একই থানার বাদামবাগিচা এলাকার ১নং গলির বাসিন্দা।
আরও পড়ুন: বিয়ানীবাজারে বন্যার পানিতে ডুবে ব্যক্তির মৃত্যু
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের ও এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, বাইশটিলায় প্রতিদিন বিকালে অনেকেই আড্ডা দিতে ভিড় করে। শুক্রবার বিকালে মোবারক ওই জায়গায় বেড়াতে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে পানিতে পড়ে তলিয়ে যায়।
আরও পড়ুন: শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে বাইশটিলা এলাকার আলিফ সিটির পাশের ব্রিজের নিচ থেকে মোবারকের লাশ উদ্ধার করে।
২ বছর আগে
সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত আকাশ (৬) ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু আকাশ মঙ্গলবার (২১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে সমবসয়ী শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে বাড়ির পাশে কুশলাই খালে বন্যার পানিতে গোসল করতে নামে।একপর্যায়ে বন্যার পানিতে সে ডুবে গেলে অন্য শিশুরা এসে বাড়িতে বিষয়টি জানায়। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
২ বছর আগে
বিয়ানীবাজারে ১২৯ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি, খোলা হয়েছে ২৮ আশ্রয়কেন্দ্র
সিলেটের বিয়ানীবাজারের ওপর দিয়ে প্রবাহিত সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এই উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার ১২৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পাঠদান বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮টি প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এদিকে উপজেলার প্রায় দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
আরও পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি
জানা গেছে, বিয়ানীবাজারে প্রতিদিন প্লাবিত এলাকার পরিধি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দুর্গত মানুষের সংখ্যা। বন্যার পানিতে প্লাবিত হওয়ায় উপজেলার প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত রাখা হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। দুর্গত এলাকায় সরকারিভাবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। তবে বিতরণের ধীরগতিতে এখনও অনেক দুর্গত এলাকার মানুষ সহায়তা পাননি বলে অভিযোগ উঠেছে। কুশিয়ারা ও সুরমা নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রোমান মিয়া বলেন, এখানকার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৮টিতে বন্যার পানি ঢুকে পড়েছে। এর মধ্যে ২৩টিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, উপজেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা) মধ্যে ৩১টি বন্যার পানি ওঠেছে। অন্যগুলোর মধ্যে পাঁচটিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বন্যায় স্থানীয় মানুষের সঙ্গে গবাদি পশু-পাখিও ক্ষতির শিকার হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারছে না স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়।
আরও পড়ুন: পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজীর ৪ গ্রাম প্লাবিত
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর জানান, বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। যাদের ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে তাদেরকে কাছাকাছি আশ্রয়কেন্দ্র কিংবা বিদ্যালয় ভবনে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হচ্ছে।
২ বছর আগে
শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় বন্যার পানিতে ডিঙ্গি নৌকাডুবির ঘটনায় শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জুড়াইল হাওরে এ ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম (৩২) একই এলাকার হারেছ মিয়ার স্ত্রী।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে বন্যার পানি দেখতে জুলেখা বেগম তার জা’ নাজমুন্নাহার ও সন্তানদের নিয়ে ডিঙ্গি নৌকায় করে জুড়াইল হাওরে যান। এ সময় জুলেখা বেগমের মেয়ে তানজিনা (৭) নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং মেয়েকে বাঁচাতে জুলেখা লাফ দিলে নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: খুলনায় শিশু হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদণ্ড
তবে সন্তানকে বাঁচাতে পারলেও পানিতে ডুবে জুলেখা মারা যান। পরে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
২ বছর আগে
সুনামগঞ্জে কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ
সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্রের লোকজন বাড়ি ফেরার অপেক্ষায় আছে। এই অঞ্চলে গত দু’দিন ধরে আকাশে কিছুটা রোদের দেখা মিলছে। এতে করে বন্যার্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। এভাবে আরও কয়েকদিন বর্ষণ না হলে সুনামগঞ্জ বন্যা মুক্ত হবে। কিন্তু পানি নামলেও দুর্গন্ধ ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
কয়েকটি উপজেলায় পানি নামলেও জগন্নাথপুর, দিরাই ও শাল্লায় পানি কিছুটা বাড়ছে। সেখানে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি রেখেছে প্রশাসন।
দুর্গত এলাকায় ঘুরে দেখা গেছে, বাড়িঘর থেকে পানি সরছে। পানি না থাকায় সড়কেও চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে নিম্ন এলাকায় গ্রামগুলো পানিবন্দী হয়ে আছে। পানি নামলেও দুর্গন্ধ ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় ১২শত ৫০টি পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতির দাবি করছে খামারিরা। অনেকেই ব্যাংকের ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। সব হারিয়ে তারা এখন দিশেহারা।
আরও পড়ুন: অসময়ের বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, রাস্তাঘাটের প্রায় ৪০০ কিলোমিটার ক্ষতি হয়েছে। টাকার অংকে মোট দেড়শ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক জানায়, এলাকার প্রায় ১১শ’হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে। তবে স্থানীয় কৃষকরা ক্ষতির পরিমাণ আরও বেশি বলছেন। অবকাঠামোগত উন্নয়নের ক্ষতি হয়েছে অনেক। শত শত ঘরবাড়ি বিনষ্ট হয়েছে।
আলীপুর গ্রামের মাছ চাষি সিরাজ মিয়া ব্যাংক থেকে ঋণ ও ধারদেনা করে পাঁচটি পুকুরে ৫০ লাখ টাকার মাছ ছেড়েছেন। বন্যার পানিতে সব মাছ ভেসে গেছে। এখন তিনি চোখে অন্ধকার দেখছেন।
আরও পড়ুন: ত্রাণ নিয়ে হাহাকার
রহিমা খাতুন বলেন, বন্যায় আমার ঘর মারাত্মক ক্ষতি হয়েছে। এখন আমি বাবার বাড়িতে আছি। স্বামী অসুস্থ। কীভাবে ঘর মেরামত করি সেই চিন্তাই আছি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৫৫ সেন্টিমিটার। এখানে বিপদসীমা ৭ দশমিক ২৫ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত মানুষের সহায়তায় ১৬৫ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: তলিয়ে যাওয়া ফসল নিয়ে হাওরের কৃষকের হাহাকার
সুনামঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পানি কমতে শুরু করেছে, স্বস্তি মিলছে দুর্গতদের। বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। বন্যা পরবর্তী ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তালিকা করে সহায়তার ব্যবস্থা করা হবে।
২ বছর আগে
সাতক্ষীরা উপকূলের বানভাসিদের দুর্দশা বাড়ছে, লক্ষাধিক পানিবন্দী
যতই দিন যাচ্ছে ততই সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি ইউনিয়নের বানভাসি মানুষের দুর্দশা বাড়ছে।
৪ বছর আগে
দেশে ১০০০ খাল খননের পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে ৫০০ খাল খননের কাজ চলছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক জানিয়েছেন, বন্যার পানি যাতে দ্রুত সরে যায় সে জন্য আরও ৫০০ খাল খননের পরিকল্পনা রয়েছে।
৪ বছর আগে
বন্যায় কৃষির ক্ষতি মোকাবিলায় কর্মকর্তাদের তৎপর থাকার নির্দেশ
চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সকল কর্মকর্তাদের তৎপর থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
৪ বছর আগে