ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
বরিশালে তেল ট্যাংকার বিস্ফোরণ: নিখোঁজ কাশেমের সন্ধান মেলেনি
বরিশালে কীর্তনখোলা নদীতে নোঙর করা অয়েল ট্যাংকার এমটি ইবাদি-১ এর ইঞ্জিনরুমের বিস্ফোরণে নিখোঁজ আবুল কাশেমের সন্ধান মেলেনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকালে বিস্ফোরণের পর থেকে কাশেম নিখোঁজ রয়েছেন। ঘটনার সময় তিন কর্মচারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তাই কাশেমকে উদ্ধারে নদীতে ডুবুরি নামিয়ে সন্ধান চালানো হয়েছে। ঘটনাস্থল ইঞ্জিনরুমেও খোঁজ করেছি, কোথাও তাকে পাইনি। তার সন্ধানে সর্বাত্মক চেষ্টা চলছে।’
উল্লেখ্য, মেঘনা পেট্রোলিয়াম লিমিডেট বরিশাল ডিপোর জন্য চট্টগ্রাম থেকে তিনদিন আগে কীর্তনখোলা নদীতে আসে জাহাজটি। এতে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিল। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা।
এই ঘটনায় স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪) নিহত হয়েছেন।
আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্মচারী কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেনকে। নিখোঁজ রয়েছেন আবুল কাশেম।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা- জাহাজের ইঞ্জিনরুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ঘটনা কী কারণে ঘটলো তা তদন্ত করে দেখবে জেলা প্রশাসন।
আরও পড়ুন: বরিশালে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ২
নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে এবং নিয়ন্ত্রণে আসে সকাল ৯টা ১০ মিনিটের দিকে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে সিরামিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে মঙ্গলবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেদনটি লিখার সময় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: ঢাকার কাপ্তান বাজারে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর একটি দলও যোগ দেয়।
আরও পড়ুন: বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় আগুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে এসপি কেমিক্যালসে আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন: কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
আগুনে পুড়ছে কড়াইল বস্তি
গুলিস্তানে বায়তুস সমীর মার্কেটে আগুন
রাজধানীর গুলিস্তান এলাকায় শনিবার ভোরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে বায়তুস সমীর মার্কেটের একটি দোকানে আগুন লাগে এবং পাশের একটি দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন: হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
রাজধানীর মাতুয়াইল কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার সকালে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের (মিডিয়া সেল) পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে কোনাপাড়ার টিনশেড প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে বলে তিনি জানান।
পড়ুন: পুরান ঢাকায় অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার
অগ্নিকাণ্ড: পুরান ঢাকার প্লাস্টিক কারখানা থেকে ৬ দগ্ধ লাশ উদ্ধার
পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পড়ুন: পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, রবিবার ভোর রাত ৪টা ২৫ মিনিটের দিকে খিলগাঁওয়ের সবুজবাগ দক্ষিণগাঁও বাজারে (কাঠ ও ফার্নিচারের গোডাউন) আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পৃথক ঘটনায় ভোর রাত ৪টা ২৪ মিনিটের দিকে পোস্তগোলা আয়রন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শাহজাহান শিকদার জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সকাল ৬টা ২০ মিনেট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এসব ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি।
পড়ুন: চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান ভস্মিভূত
রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন
লালবাগে ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর লালবাগ এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সকাল ৬টার দিকে তাজমহল টাওয়ারের পাশে ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।
পড়ুন: রাজধানীতে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ
ভারতে গোডাউনে আগুন: ১১ জনের মৃত্যু
মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাব শেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকেহারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
পরের দিন, পুলিশ বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে।
পুলিশ সদর দপ্তর সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার এই কমিটির নেতৃত্ব দেবেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জেনারেল মোঃ সাজ্জাদ হুসেন জানান, বিস্ফোরণ তদন্তের জন্য তারা পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
উভয় কমিটির প্রতিবেদন জমা দেয়ার জন্য সাত কার্যদিবস রয়েছে।