ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬টি অগ্নিকাণ্ডে পোড়ানো হয়েছে ১০টি গাড়ি: ফায়ার সার্ভিস
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, অবরোধের এই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে একটি গাড়িসহ মোট ১০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: পাকিস্তানি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ১০
এ সময় পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান পুড়ে যায়।
ঢাকা মহানগরী, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে একটি করে এবং নাটোরে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও ৭৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপি ও তার সমমনা দলগুলোর অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
১ বছর আগে
২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর: সারাদেশে প্রতিদিন গড়ে ৯টির বেশি অগ্নিসংযোগ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে সারাদেশে প্রতিদিন গড়ে ৯টির বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, ‘গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এ সময় পাঁচ জন আহত হয়েছে।’
আরও পড়ুন: মধ্যরাতে সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুর-অগ্নিসংযোগ
তিনি জানান, ‘গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে শুধু ঢাকা শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৮২টি।’
ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের মধ্যে-
ঢাকা বিভাগে ১১৬টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি এবং ময়মনসিংহ বিভাগে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মোট ৯৪টি বাস, ৩টি মাইক্রোবাস, ২টি প্রাইভেটকার, ৮টি মোটরসাইকেল, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, একটি অ্যাম্বুলেন্স, ২টি পিকআপ ট্রাক, ২টি সিএনজিচালিত অটোরিকশা, একটি হিউম্যান হলার, একটি লেগুনা, একটি ফায়ার সার্ভিস ওয়াটার ট্রাক, একটি পুলিশ ভ্যান, ৫টি বিএনপি অফিস, একটি আওয়ামী লীগ অফিস, একটি পুলিশ বক্স, একটি কাউন্সিলর অফিস, ২টি বিদ্যুৎ অফিস ও একটি বাস কাউন্টার।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এ সময় ২টি শোরুম পুড়ে গেছে।
এছাড়া, এই সময়ের মধ্যে সিলেট বিভাগে কোনও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ অক্টোবর সবচেয়ে বেশি ২৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনা বিশ্লেষণ করে ফায়ার সার্ভিস দেখেছে- দিনের তুলনায় রাতে (সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা) বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে দিনে ৬১টি এবং রাতে ৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ: ১৪টি অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ
১ বছর আগে
রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন
রাজধানীর মিরপুরে শনিবার রাতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জাসিম।
তিনি বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকাল থেকে শুরু হওয়া বিএনপি ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী ও নটরডেম কলেজ এলাকায় ৪টি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: রাজধানীর যাত্রাবাড়ী ও গুলিস্তানে আরও দুটি বাসে আগুন
৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই ঢাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন
১ বছর আগে
বরিশালে তেল ট্যাংকার বিস্ফোরণ: নিখোঁজ কাশেমের সন্ধান মেলেনি
বরিশালে কীর্তনখোলা নদীতে নোঙর করা অয়েল ট্যাংকার এমটি ইবাদি-১ এর ইঞ্জিনরুমের বিস্ফোরণে নিখোঁজ আবুল কাশেমের সন্ধান মেলেনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকালে বিস্ফোরণের পর থেকে কাশেম নিখোঁজ রয়েছেন। ঘটনার সময় তিন কর্মচারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তাই কাশেমকে উদ্ধারে নদীতে ডুবুরি নামিয়ে সন্ধান চালানো হয়েছে। ঘটনাস্থল ইঞ্জিনরুমেও খোঁজ করেছি, কোথাও তাকে পাইনি। তার সন্ধানে সর্বাত্মক চেষ্টা চলছে।’
উল্লেখ্য, মেঘনা পেট্রোলিয়াম লিমিডেট বরিশাল ডিপোর জন্য চট্টগ্রাম থেকে তিনদিন আগে কীর্তনখোলা নদীতে আসে জাহাজটি। এতে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিল। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা।
এই ঘটনায় স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪) নিহত হয়েছেন।
আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্মচারী কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেনকে। নিখোঁজ রয়েছেন আবুল কাশেম।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা- জাহাজের ইঞ্জিনরুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ঘটনা কী কারণে ঘটলো তা তদন্ত করে দেখবে জেলা প্রশাসন।
আরও পড়ুন: বরিশালে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ২
নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭
১ বছর আগে
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে এবং নিয়ন্ত্রণে আসে সকাল ৯টা ১০ মিনিটের দিকে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে সিরামিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে মঙ্গলবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেদনটি লিখার সময় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: ঢাকার কাপ্তান বাজারে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর একটি দলও যোগ দেয়।
আরও পড়ুন: বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর
১ বছর আগে
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় আগুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে এসপি কেমিক্যালসে আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন: কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
আগুনে পুড়ছে কড়াইল বস্তি
১ বছর আগে
গুলিস্তানে বায়তুস সমীর মার্কেটে আগুন
রাজধানীর গুলিস্তান এলাকায় শনিবার ভোরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে বায়তুস সমীর মার্কেটের একটি দোকানে আগুন লাগে এবং পাশের একটি দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন: হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে
বাগেরহাটে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
২ বছর আগে
মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন
রাজধানীর মাতুয়াইল কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার সকালে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের (মিডিয়া সেল) পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে কোনাপাড়ার টিনশেড প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে বলে তিনি জানান।
পড়ুন: পুরান ঢাকায় অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার
অগ্নিকাণ্ড: পুরান ঢাকার প্লাস্টিক কারখানা থেকে ৬ দগ্ধ লাশ উদ্ধার
২ বছর আগে
পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় সোমবার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ওয়ারহাউস ইন্সপেক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পড়ুন: পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন
কায়রোতে গির্জায় আগুন: নিহত ৪১, আহত ১৪
২ বছর আগে