এমিরেটস এয়ারলাইন্স
ঢাকা বিমানবন্দরে ৮ হাজার ইয়াবা জব্দ, আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আট হাজার ইয়াবা জব্দ করা হয় বলে জানায় বিমান কর্তৃপক্ষ।
আটক ব্যক্তি হলেন-মো. ওহিদুল শিকদার।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দর ত্যাগ করতে গেলে ওহিদুল শিকদারকে তল্লাশি করে কর্মকর্তারা তার কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল ইসলাম জানান, তারা ওহিদুলের কাছে থাকা আট হাজার ইয়াবা জব্দ করেছে এবং এ ইয়াবা ৪০টি প্যাকেটের মধ্যে ছিল।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ‘কে-নাইন’: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তায় অন্যন্য এক বাহিনী
ঢাকা বিমানবন্দরে ৯ হাজার ইয়াবাসহ আটক ১
ঢাকা বিমানবন্দরে ৮ দেশের মুদ্রাসহ আটক ১
৩ বছর আগে
বাংলাদেশে এমিরেটসের নতুন কান্ট্রি ম্যানেজার আল হামমাদী
বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল হামমাদী।
৩ বছর আগে
জুলাইয়ে অর্ধশতাধিক শহরে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস
বিশ্বের ৫২টি শহরে বুধবার থেকে যাত্রীবাহী ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে এশিয়ার শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
৪ বছর আগে