অজগর উদ্ধার
ধানখেতে মিলল ১২ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে ওয়াইল্ড টিমের সদস্যরা।
সোমবার বিকাল উপজেলার সুন্দরবন সংলগ্ন জিলবুনিয়া গ্রামে থেকে ১৬ কেজি ওজনের ওই অজগরটি উদ্ধারের পর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার
শরণখোলা উপজেলা ওয়াইল্ড টিমের সদস্যরা জানান, তারা খবর পেয়ে উপজেলার জিলবুনিয়া গ্রামের ধানখেত থেকে বিশাল আকৃতির ওই অজগর উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়।
বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, প্রায়ই সুন্দরবন ছেড়ে নদী-খাল পাড়ি দিয়ে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে আসছে। তবে বেশ কয়েকদিন থেকে প্রায় গ্রামেই অজগরের দেখা মিলছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বিশাল ওই অজগরটি সুন্দরবন ছেড়ে ভোলা নদী পাড়ি দিয়ে লোকালয়ে আসে। জিলবুনিয়া গ্রামের ধানখেত থেকে অজগরটিকে উদ্ধার করা হয়। সোমবার রাতে ওই অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় লোকালয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর!
ডিএফও জানান, এক বছরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জ সংলগ্ন লোকালয় থেকে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে। প্রায়ই নদী-খাল পাড়ি দিয়ে অজগর লোকালয়ে আসছে। ডিএফও মনে করেন, সুন্দরবনে অন্যান্য বণ্যপ্রাণীর সঙ্গে অজগরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারণে মাঝে মধ্যে অজগর এবং হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী সুন্দরবন ছেড়ে লোকালয়ে আসছে।
বন্যপ্রাণী লোকালয়ে এলে না মেরে বন বিভাগকে খবর দয়ার কথা জানিয়েছে তিনি।
২ বছর আগে
৯৯৯ এ কল: ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে সিলেটের শাহপরান থানার একটি বসতঘর থেকে রবিবার একটি অজগর সাপ উদ্ধার করেছে সিলেট বন বিভাগ।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কানু জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরান থানার সবুজ (ছদ্মনাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানায় যে, তার বসতবাড়ির ঘরের পাশে একটি বড়সড় অজগর সাপের দেখতে পান। সাপটিকে মারার জন্য আশেপাশের লোকজন উদ্যেত হলে কলার ৯৯৯ এ কল করে নিজেদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা ও সাপটি উদ্ধারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহ পরান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়। পরে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
একই সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সিলেট বন বিভাগের সাথে যোগাযোগ করে সাপটি উদ্ধারের বিষয়ে অনুরোধ করা হয়। সিলেট বন বিভাগ ৯৯৯ থেকে সংবাদ পেয়ে স্থানীয় একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থল যায়। পরবর্তীতে রেসকিউ টিমের সহায়তায় ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে খাদিম নগর জঙ্গলে অবমুক্ত করে দেয়া হয়।
আরও পড়ুন: জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
৩ বছর আগে
৯৯৯ এ কল: রেলওয়ে স্টাফ কোয়ার্টার থেকে অজগর উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে একটি অজগর সাপ উদ্ধার করে শীতলপুর বনে অবমুক্ত করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড বনবিভাগ।
সোমবার দুপুর ১২টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেল স্টেশন থেকে একজন সিগন্যাল ইঞ্জিনিয়ার মাজেদ খন্দকার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে রেলওয়ে স্টাফ কোয়ার্টারের নিকটে একটি আম গাছে ১০-১২ হাত লম্বা একটি অজগর সাপ ঝুলে আছে। কোয়ার্টারের বাসিন্দারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সীতাকুণ্ড বনবিভাগকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায়।
পরে সীতাকুণ্ড বন বিভাগের বন কর্মকর্তা (ফরেস্ট অফিসার) নূরজাহান ৯৯৯ কে ফোনে জানান, তার নিরাপদে অজগর সাপটিকে উদ্ধার করে শীতলপুর বনে অবমুক্ত করে দিয়েছেন।
৩ বছর আগে
১২ ফুট লম্বা অজগর উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটে ১২ ফুট লম্বা একটি অজগর সোমবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়েছে।
৪ বছর আগে