ওয়ারী
ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ২
রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
নিহত আনোয়ার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় সোহেলের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু
গত ১২ জুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মচারী সোহেল একই হাসপাতালে মারা যান।
প্রসঙ্গত, গত ৭ জুন (বুধবার) দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিরাপত্তারক্ষী মো. হেলাল (৪০), ১০ শতাংশ শতাংশ দগ্ধ, আব্দুর রশিদ (৬৫) ৭ শতাংশ দগ্ধ এবং মামুন বিল্ডার্সের প্রকল্প পরিদর্শক মামুন (৫০) ৭ শতাংশ দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনের আগুন নিভেছে
ঢাকার ওয়ারীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনের আগুন নিভেছে
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইনে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে সড়কের গ্যাসলাইনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অফিসার শাহজাদী সুলতানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নির্বাপণ করে।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে কয়েকজন সামান্য আহত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি।
এদিকে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীর আদাবরে ভবনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শাবিপ্রবি ক্যাম্পাসে ভবনের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী হত্যার অভিযোগ
রাজধানীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী হত্যার অভিযোগ উঠেছে চালকের সহকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ওয়ারীর জয় কালী মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইরফান আহমেদ (৪৮) ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে এবং নবাবপুরের একটি ইলেকট্রিক দোকানের শ্রমিক।
আরও পড়ুন: হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুর নিহত
নিহতের ছোট ভাই মো. রায়হান জানান, সকালে ডেমরার বাসা থেকে নবাবপুরে কাজের উদ্দেশ্যে বের হন ইরফান। পরে তারা জানতে পারেন, জয় কালী মন্দির মোড় এলাকায় ‘গ্রিনবাংলা পরিবহন’ এর বাসের সহকারী (হেলপার) চলন্ত বাস থেকে ইরফানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, প্রাথমিকভাবে তারাও জানতে পেরেছেন বাসের সহকারী (হেলপার) গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইরফানকে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু বাম চোখের নিচে একটু দাগ ও ফোলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
২ বছর আগে
করোনাভাইরাস: পূর্ব রাজাবাজারের পর লকডাউন হচ্ছে ওয়ারী
রেডজোন হিসেবে চিহ্নিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ারী এলাকাকে আগামী ৪ জুলাই সকাল ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
৪ বছর আগে