রাজধানীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী হত্যার অভিযোগ উঠেছে চালকের সহকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ওয়ারীর জয় কালী মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইরফান আহমেদ (৪৮) ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে এবং নবাবপুরের একটি ইলেকট্রিক দোকানের শ্রমিক।
আরও পড়ুন: হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাবীবুর নিহত
নিহতের ছোট ভাই মো. রায়হান জানান, সকালে ডেমরার বাসা থেকে নবাবপুরে কাজের উদ্দেশ্যে বের হন ইরফান। পরে তারা জানতে পারেন, জয় কালী মন্দির মোড় এলাকায় ‘গ্রিনবাংলা পরিবহন’ এর বাসের সহকারী (হেলপার) চলন্ত বাস থেকে ইরফানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, প্রাথমিকভাবে তারাও জানতে পেরেছেন বাসের সহকারী (হেলপার) গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইরফানকে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু বাম চোখের নিচে একটু দাগ ও ফোলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত