বাংলাদেশ বার কাউন্সিল
জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ বার কাউন্সিলকে তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘যোগ্য ও মেধাবীরাই যাতে বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এর ফলে বিচার বিভাগ সুফল ভোগ করবে।’
আরও পড়ুন: বাংলাদেশে ১৯৭১’র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচারণা জোরদার করুন: রাষ্ট্রপতি
বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন রাষ্ট্রপতি।
আইনজীবীদের সমাজের সচেতন নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
দেশের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আইনজীবীরা বার কাউন্সিলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রতিনিধি দল কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে আইনজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের জ্বালানি খাতে আরও ব্রিটিশ বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
৬৮৮ দিন আগে
৫ কেন্দ্রে ফের পরীক্ষা নেবে বার কাউন্সিল, সুযোগ পাবে না বিশৃঙ্খলাকারীরা
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেয়া হবে।
১৫৮৮ দিন আগে
স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ পাবেন আইনজীবীরা: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা সংকট মোকাবিলায় আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।
১৬৯১ দিন আগে
অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না: খন্দকার মাহবুব হোসেন
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেষ্ঠ্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না।
১৭৬৬ দিন আগে