শেরপুরে
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরে নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের ওমর ফারুক মিয়ার ছেলে।
আরও পড়ুন: শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে কাজে ব্যস্ত ছিলেন বাড়ির লোকজন। এ সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশুটির ফুফু রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে শিশুর লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে লাশটি উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ সপ্তাহ আগে
স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ
শেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার পর কীটনাশক পান করে স্বামীর আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম (৩২) অভিযুক্ত মো.শফিকুল ইসলামের (৩৮)স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারকে জানায়, বয়ড়া পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে পারভীন বেগমের সঙ্গে প্রায় ১০ বছর আগে বিয়ে হয় হাওড়া আমতলা গ্রামের মন মিয়ার ছেলে মো.শফিকুল ইসলামের। সুমি ও পারভেজ নামের তাদের দুটি সন্তান রয়েছে। শেরপুর পৌর শহরের আল বারাকা প্রাইভেট হাসপাতালে পারভীন আয়ার কাজ শুরু করেন। গত কয়েক মাস ধরে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার রাতে শফিকুল তার শ্বশুর বাড়িতে যান। সোমবার ভোরে ঘুমন্ত স্ত্রীকে জবাই করে হত্যার পর শফিকুল নিজে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
সকালে তাদের কোন শব্দ না পেয়ে শ্বাশুড়ি জামেলা বেগম ঘরে উঁকি দিয়ে পারভীনের লাশ মেঝেতে ও মুখ দিয়ে ফেনা বের হওয়া অবস্থায় শফিকুলকে দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে আসেন এবং সদর থানায় খবর দেন।
আরও পড়ুন:সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেইল’
সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পারভীন বেগমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠান এবং শফিকুল ইসলামকে চিকিৎসার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠান।
পুলিশ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হত্যার রহস্য উদঘাটনে গভীর অনুসন্ধান করা প্রয়োজন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
আরও পড়ুন:গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ীর মৃত্যু
প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা!
২ বছর আগে
বন্যায় শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিতে দ্বিতীয় দফায় বন্যাকবলিত হয়ে পড়েছে শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে ঝিনাইগাতী উপজেলার মহারশি, সোমেশ্বরী, ভোগাই, চেল্লাখালি নদীর পানি বৃদ্ধি পেয়ে তিন উপজেলা ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সৃষ্ট বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে নালিতাবাড়ীতে চেল্লাখালি নদী বিপদসীমার আড়াই মিটার এবং ভোগাই নদী এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে ভোগাই নদীর পানি ঢুকে নাকুগাঁও স্থলবন্দর সড়ক ডুবে গেছে। এতে পৌর শহরের গড়কান্দা, শিমুলতলা, নীচপাড়াসহ দুইটি ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে।
আরও পড়ুন: টানা বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা
ঝিনাইগাতী উপজেলার মহারশী এবং সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর, ধানাশাইল, গৌরীপুর, হাতিবান্দা ও মালিঝিকান্দাসহ পাঁচ ইউনিয়নের ২৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার রামেরকুড়া, দিঘীরপাড়, চতল এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলা সদর এবং আশপাশের বিভিন্ন এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। মহারশি নদীতে ঢলের পানির চাপে শুক্রবার সকাল ৭টার দিকে রামেরকুড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বাড়ি ও পোলট্রি খামার ভেসে গেছে। সেই সঙ্গে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়ায় স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে।
শ্রীবরদী উপজেলায় ও সোমেশ্বরী নদীর ভাঙ্গনের অংশ দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো.শাহজাহান জানায়, উজানে ভারতের মেঘালয় ও আসামে গত দুই দিন ভারী বর্ষণ হওয়ায় সীমান্তের নদ-নদীগুলোতে পাহাড়ি ঢলের প্লাবন দেখা দিয়েছে। তাছাড়া নালিতাবাড়ি ভোগাই নদী পয়েন্টে ১১৫ মিলিমিটার এবং শেরপুর সদর পয়েন্টে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, সীমান্তের পাহাড়ি নদীর সবগুলোতেই বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তিন উপজেলার বেশ কিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।
আরও পড়ুন: পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে দ্বিতীয় দফায় উপজেলা সদরে ও বিভিন্ন গ্রামে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে বন্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।
তিনি বলেন, ইতোমধ্যে প্রথম দফায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের বরাদ্দের ১৫ মেট্রিক টন চাল মধ্যে থেকে ১০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। বাকি চাল বিতরণ করা হবে। এছাড়া বর্তমানে যারা পানিবন্দি হয়ে রয়েছে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
২ বছর আগে
শেরপুরে ভারত সীমান্তবর্তী গ্রাম থেকে মর্টার শেল উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে মর্টার শেলের একটি গোলা উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে
শেরপুরে ভিজিএফের ১৬২ বস্তা চালসহ আটক ১
শেরপুর নালিতাবাড়ী শহরের উত্তর বাজার কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিজিএফের ১৬২ বস্তা চালসহ একজনকে আটক করেছে র্যাব।
৪ বছর আগে
নালিতাবাড়ীর ওসিসহ শেরপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত
শেরপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, পুলিশ লাইন্সের এক কনস্টেবলসহ নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
‘করোনায় ঘরে খাবার নাই, এরমধ্যে বন্যার হানা’
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের কুলুরচর-বেপারীপাড়া গ্রামের শতাধিক পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করেছে।
৪ বছর আগে
শেরপুরে বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত
শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা উপজেলার গণপদ্দি এলাকায় মঙ্গলবার বাসচাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে