গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই গ্রামের স্থানীয় আতর আলীর জমি থেকে পরিত্যক্ত অবস্থায় গোলাটি উদ্ধার করা হয়েছে। পরে গোলার স্থানটি ঘিরে রেখে ঢাকা থেকে সিআইডি’র বোমা বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত সেখানে পুলিশ প্রহরা বসানো হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এটি মর্টার শেলের গোলা বলে মনে হচ্ছে। ইতোমধ্যে ঢাকায় বোমা বিশেষজ্ঞ দলকে সংবাদ দেয়া হয়েছে। বুধবার তারা ঘটনাস্থলে আসার পর সেটি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: চান্দিনায় অবিস্ফোরিত ৫টি মর্টার শেল উদ্ধার
আখাউড়ায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে স্থানীয় নুর ইসলাম নামে এক ব্যক্তি ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে ওই মর্টার শেলটি কুড়িয়ে পায়। ভয়ে কাউকে কিছু না জানিয়ে সেটি সে স্থানীয় আতর আলীর জমিতে পুঁতে রাখে। বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করে।
পুলিশের একটি সূত্রে জানা যায়, এক সময় শেরপুরের সীমান্ত জনপদে ভারতীয় বিচ্ছন্নতাবাদী উলফা’দের (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) বিচরণ ছিল। এই মর্টার শেলটি উলফাদের ফেলে যাওয়া পরিত্যক্ত মর্টার শেল হতে পারে। এর আগেও এ অঞ্চলে পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যাক অস্ত্র-গোলাবারূদ উদ্ধারের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জাফলং থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী এই মর্টার শেলটির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি। তবে কোথা থেকে কীভাবে এটি এখানে পাওয়া গেলো বিষয়টি তদন্তের পর সকল রহস্য উদঘাটন হবে বলে তিনি উল্লেখ করেন।