জাহিদ ফারুক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী মারা গেছেন
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের স্ত্রী লায়লা শামীম মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৩টা ২৪ মিনিটে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহিদ ফারুক শামীম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ভারতে চিকিৎসাধীন ছিলেন।
লায়লা শামীমের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
১০ মাস আগে
আগাম প্রস্তুতির কারণে এবার হাওরে ক্ষতি কম হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আগাম প্রস্তুতির কারণে এবারে হাওরে ক্ষয়ক্ষতি কম হয়েছে। সুনামগঞ্জে ৫২৭ টি পিআইসির মধ্যে ৩ টি পিআইসি বাঁধ ভেঙ্গে গেছে। আসন্ন বন্যায় ক্ষতি আরও কমাতে হবে, এজন্য আগাম প্রস্তুতিসহ ঝুঁকিপূর্ণ বাঁধ ও স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যারা ঝুঁকিপূর্ণ বাঁধ ও স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থের চাহিদা দ্রুত পাঠাতে ব্যর্থ হবেন, তারা শাস্তির সম্মুখীন হবেন। বাঁধ নির্মাণ ও মেরামতে টাকার প্রয়োজন হলে টাকা দেয়া হবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে আগত বন্যায় জেলার পানি উন্নয়ন বোর্ড যে আন্তরিকতা ও সাহসিকতা নিয়ে কাজ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। সুনামগঞ্জের বাপাউবো সত্যিই সুনাম অর্জন করেছে। উপ সহকারী প্রকৌশলীরা ২০ দিন যাবত হাওরে নৌকা নিয়ে অবস্থান করেছে, তারা অসাধারণ কাজ করেছে। সভায় প্রতিমন্ত্রী বাপাউবো এর সবাইকে ধন্যবাদ জানান।
রবিবার রাজধানীর পানি ভবনের সভাকক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মাসিক সংশোধিত এডিপি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরডিপি পর্যালোচনা সভায় নির্ধারিত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপ-মন্ত্রী এনামুল হক শামীম।
আরও পড়ুন: হাওরে ফসলের ক্ষতির ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
সভায় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও সৈয়দা সালমা জাফরিন,পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক বজলুর রশিদ, প্রধান প্রকৌশলী মতিন সরকার ও সব অঞ্চলের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আরডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় জানানো হয় ২০২১-২২ অর্থ বছরে ৭৩৮৭ দশমিক ৩৬ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মোট ১১৪ টি প্রকল্প চলমান রয়েছে।এর মধ্যে একটি প্রকল্প পানি সম্পদ পরিকল্পনা সংস্থার। ২০২২ সাল নাগাদ সমাপ্তির জন্য নির্ধারিত পকল্প ২৯ টি এর মধ্যে পাঁচটি প্রকল্প সমীক্ষাধর্মী, আরডিপি বর্হিভূত নতুন অনুমোদিত প্রকল্প ১১ টি। এপ্রিল ১৬ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৬১ দশমিক ৯০ শতাংশ। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকল্পটির অগ্রগতি ৬৫ শতাংশ।
কেন্দ্রীয় অঞ্চল ঢাকার এডিপি ৯ টি, আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৫৭ দশমিক ৪৫ শতাংশ; পূর্বাঞ্চল কুমিল্লায় এডিপি ১০ টি, আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৫০ দশমিক ৯৭শতাংশ; উত্তর-পূর্বাঞ্চল সিলেটে এডিপি চারটি, আরডিপি চারটি প্রকল্পের অগ্রগতি ৭২ দশমিক ৫৯ শতাংশ; দক্ষিণ- পূর্বাঞ্চল চট্টগ্রামে এডিপি আটটি, আরডিপি ১৩ টি প্রকল্পের অগ্রগতি ৪৯ দশমিক ৫০ শতাংশ;উত্তরাঞ্চল রংপুরে এডিপি আটটি, আরডিপি ১৩ টি প্রকল্পের অগ্রগতি ৬৫ দশমিক ৩৪ শতাংশ; উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহীতে এডিপি ৯ টি,আরডিপি ১০ টি প্রকল্পের অগ্রগতি ৮৮ দশমিক ৪৪ শতাংশ; পশ্চিমাঞ্চল ফরিদপুরে এডিপি ৯ টি,আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৬৬ দশমিক ৪৯ শতাংশ; দক্ষিন -পশ্চিমাঞ্চল খুলনায় এডিপি ছয়টি, আরডিপি সাতটি প্রকল্পের অগ্রগতি ৬৮ দশমিক ৫৪ শতাংশ; দক্ষিণাঞ্চল বরিশালে এডিপি আটটি, আরডিপি ৯ টি প্রকল্পের অগ্রগতি ৬৫ দশমিক ৯০ শতাংশ; বৈদেশিক ঋণ সহায়তা প্রকল্প এডিপি সাতটি, আরডিপি ৯ টি প্রকল্পের অগ্রগতি ৪৯ দশমিক ৬২ শতাংশ এবং বিশেষ প্রকল্প এডিপি তিনটি, আরডিপি ১৫ টি প্রকল্পের অগ্রগতি ৫৩ দশমিক ১৫ শতাংশ। পানি উন্নয়ন বোর্ড বিগত পাঁচ বছরের অগ্রগতি এপ্রিল মাস পর্যন্ত ৬১ দশমিক ৮৯ শতাংশ।
আরও পড়ুন: অসময়ের বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
নদী ভাঙন রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
২ বছর আগে
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে