কবিরাজ
তাবিজ-কবজ ও যাদু-টোনার অভিযোগে কবিরাজকে কুপিয়ে হত্যা
তাবিজ-কবজ ও যাদু-টোনার অভিযোগে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে দা দিয়ে কুপিয়ে নুর হোসেন নামে এক কবিরাজকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজারসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তবে তার বাড়ি রাঙ্গুনিয়া বলে জানা গেছে। তিনি বৈদ্যের (তাবিজ, যাদু-টোনা ও ঝাড়ফুঁকের মাধ্যমে এক প্রকারের চিকিৎসক) কাজ করতেন।
অন্যদিকে অভিযুক্ত আবু তাহেরের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের খান মোহাম্মদপাড়া এলাকায়।
তার দাবি, নুর হোসেন তাকে তাবিজ ও যাদু-টোনা করে পাগল করে দিয়েছে। তাই সেই ক্ষোভ থেকে তাকে দা দিয়ে কুপিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুজ্জামান বলেন, ‘আমি আমার ফার্মেসিতে বসা ছিলাম। হঠাৎ মানুষের আওয়াজ শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নুর হোসেন বৈদ্য পড়ে আছে। সবাই বলছে তাকে নাকি দা দিয়ে কুপিয়েছে। আমি পুলিশকে বিষয়টি জানাই। পাশাপাশি কয়েকজনের সাহায্যে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘আমার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই। পরে অভিযুক্ত আবু তাহেরকে খুনের কাজে ব্যবহৃত দাসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জেনেছি আসামি আবু তাহেরদের পরিবার বংশগতভাবে মানসিক ভারসাম্যহীন। নিহত নুর হোসেনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আসামি আবু তাহেরকে আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু
৬ মাস আগে
ফতুল্লায় মেহমান হয়ে এসে কবিরাজকে গলাকেটে হত্যার অভিযোগ
ফতুল্লায় এক কবিরাজকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত কবিরাজের নাম আল আমিন ভাণ্ডারি (৪৮)। তিনি পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ পুকুরিয়ার হারুনুর রশীদের ছেলে।
নিহত আল আমিন ভান্ডারি তৃতীয় স্ত্রী ও প্রথম স্ত্রীর এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার মৃত তৈয়ুবআলী মেম্বারের বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন।
নিহতের ভাই আলিম শেখ জানান, তার বড় ভাই নিহত আল আমিন ভাণ্ডারি কবিরাজি করলেও এক সময় জাহাজে বাবূ্র্চি হিসেবে কাজ করতেন। তিন বছর আগে তিনি জাহাজের চাকরি ছেড়ে দিয়ে নোয়াখালী তার শ্বশুড় বাড়ি এলাকায় বসবাস করতে শুরু করেন। দেড় বছর আগে তিনি ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকায় এসে বসবাসের পাশাপাশি কবিরাজি শুরু করেন। জাহাজে চাকরির সময়ে একই জাহাজে কর্মরত হাফেজ মাস্টার নামে একজনের সঙ্গে তার ভাইয়ের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে হাফেজ মাস্টার প্রায় সময় তার ভাইয়ের কাছে আসতেন এবং রাতে থাকতেন।
আরও পড়ুন: বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা!
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফেজ মাস্টার তার ভাইয়ের কাছে আসেন। সঙ্গে একটি কালো ব্যাগও ছিল। তখন তার ভাই আল আমিন ভাণ্ডারি স্ত্রী ও ছেলেকে পাশের রুমে ঘুমানোর জন্য বলেন। ভোর ৪টার দিকে আল আমিন ভাণ্ডারি তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে ভাত ও সেমাই রান্না করে নিয়ে আসতে বলেন। রান্না করা ভাত ও সেমাই খেয়ে আল আমিন ভাণ্ডারি নিজ রুমের দরজা লাগিয়ে হাফেজ মাস্টারকে নিয়ে শুয়ে পড়েন। সকাল ৮টার দিকে আল আমিনের স্ত্রী দরজা খোলা দেখতে পেয়ে উঁকি মেরে দেখেন নিহতের রক্তাক্ত দেহ খাটের উপর পড়ে রয়েছে। তার ভাইয়ের সঙ্গে থাকা হাফেজ মাস্টার ৪টার পরে কোনো এক সময় তার ভাইকে গলাকেটে পালিয়ে গেছেন। হাফেজ মাস্টার সঙ্গে করে নিয়ে গেছে তার ভাইয়ের ব্যবহৃত দুটি মোবাইল ফোন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহতের পূর্ব পরিচিত হাফেজ মাস্টার রাত ১০টার দিকে বাসায় আসেন। পরে রাত ১টার দিকে তাকে নিয়ে নিহতের শ্বাশুড়িকে গ্রামের বাড়ি নেয়াখালীতে যাওয়ার জন্য পঞ্চবটী বাসট্যান্ড থেকে বাসে তুলে দেন। সেখান থেকে তারা নদীর ঘাটে যান। পরে রাত ৩টার দিকে বাসায় এসে স্ত্রীকে বলেন তিনি অসুস্থবোধ করছেন এবং মাথা ঝিমুনি দিচ্ছে। তিনি ভাত খেয়ে মেহমান হাফিজের জন্য খাবার নিজ রুমে স্ত্রীকে দিয়ে আসতে বলেন। স্ত্রী খাবার দিয়ে এসে দরজার বাইরে সিঁড়িতে বসে থাকলে তাকে গালমন্দ করে শালিকার ঘরে পাঠিয়ে দেন। পরে তিনি দরজা লাগিয়ে দেন। আল আমিন ভাণ্ডারির তৃতীয় স্ত্রী রোকসানা। গত রমজান ঈদের পর রোকসানাকে বিয়ে করেন আল আমিন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত খুনিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন: জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
১ বছর আগে
বাগেরহাটে গ্রাম্য কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার
বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে এক গ্রাম্য কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিগাঁতি গ্রামের নিজ বাড়ি থেকে ওই কবিরাজের লাশ উদ্ধার করা হয়।
নিহত কবিরাজ মোখলেছুর রহমান খান (৭০) জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের বাসিন্দা।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তেলিগাঁতি গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। সোমবার রাতের কোন এক সময় তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার রাতে ওই বাড়িতে মোখলেছুর রহমান ছাড়া আর কেউ ছিলেন না। তার স্ত্রী,চার মেয়ে এবং তিন ছেলে থাকলেও তারা কেউ এই বাড়িতে থাকে না।
ওসি আরও জানান, কবিরাজের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ছেলে-মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার
রাজশাহীতে পল্লী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার
২ বছর আগে
‘আয়না পড়ার’ নামে কিশোরী ধর্ষণ, চট্টগ্রামে কবিরাজের যাবজ্জীবন
চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আসামি মো. হারুন বৈদ্যকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনজনকে সশ্রম কারাদণ্ড দেন আদালত।
বুধবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জানুয়ারি জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর ছুনিমিঝির বাড়ির মো. হারুন কবিরাজের কাছে এক ব্যক্তি পানির মোটর চুরির বিষয়ে আয়না পড়ার জন্য গেলে হারুণ বলে আয়না পড়া দিতে হলে একজন কুমারী লাগবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পরের দিন, লোকটি তার ১২ বছর বয়সী নাতনিকে কবিরাজের কাছে নিয়ে গেলে তাকে তাবিজ দেয়া হয় এবং পরে কৌশলে কিশোরীকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর চিৎকার শুনে তার দাদা মেয়েটিকে উদ্ধার করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
ওই বছরের ২৪ জানুয়ারি জোরারগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বলেন, আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ আদেশ দেন। জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে বলেছে আদালত।
আরও পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে
হবিগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
২ বছর আগে
সাত বছর ধরে বাঁধা জান্নাতুলের শৈশব !
যে বয়সে অন্য শিশুদের মতো প্রতিদিন স্কুলে যাওয়া, দুষ্টুমি আর নানা খেলায় মত্ত থাকার কথা সেই বয়সে শিশু জান্নাতুল বৃষ্টি বন্দি জীবন কাটাচ্ছে। গত সাত বছর ধরে তার শৈশব বাঁধা। পরিবার জানায়, সে মানসিক ভারসাম্যহীন শিশু। তাই তার দুই হাত সব সময় বেঁধে রাখা হয়।
বৃষ্টি নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার দশাল এলাকার দিনমজুর শাহজাহান মিয়ার মেয়ে। অর্থ ও সু-চিকিৎসা করাতে না পেরে এভাবে হাত বেঁধে রাখেন তার বাবা-মা। দিনে বাড়ির পাশে স্বজনের বারান্দায় আর রাতে নিজ ঘরের বাঁশের সঙ্গে দুই হাত বাঁধা অবস্থায় দিন-রাত কাটছে শিশু বৃষ্টির।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ জুন একজন ধাত্রীর মাধ্যমে বৃষ্টির জন্ম হয়। এরপর সাড়াশব্দ না থাকায় তাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেয়ার দুইদিন পর সে সাড়া দেয়। এরপর এক বছর বয়স থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। তাকে ছেড়ে দিলে নিজেই নিজের মাথায় আঘাত করা শুরু করে বা হাত কামড়াতে থাকে। যেদিকে খুশি চলে যেতে চায় কিংবা অন্যকে মারধর করে।
আরও পড়ুন: প্রতিকূলতার মাঝেও শিক্ষা গ্রহণে সাফল্যের পথে উপকূলের নারীরা
পরে প্রতিবেশীদের কথা শুনে বৃষ্টিকে কবিরাজের কাছে নিয়ে যায় তার পরিবার। কিন্ত সেখানে গিয়েও কেনো লাভ হয়নি।
সমাজসেবা অধিদপ্তর থেকে বৃষ্টির নামে প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। কিন্তু জোটেনি অন্য কোনো সহায়তা।
বৃষ্টির মা আয়েশা খাতুন বলেন, ‘আমি এই মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে আছি। প্রায় রাতেই মেয়ের জন্য জেগে থাকি। মা হিসেবে নিজের মেয়েকে এভাবে বেঁধে রাখতে কষ্ট হয়। যদি সমাজের বিত্তবানরা আমার মেয়েটার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতেন তাহলে সে সুস্থ হয়ে যেতো।’
বৃষ্টির বাবা দিনমজুর শাহজাহান মিয়া বলেন, ‘আমার দুই মেয়ের মধ্যে বৃষ্টি বড়। ছোট একটি টিনের ঘরে থাকি। সারাদিন রাজমিস্ত্রি কাজ করে যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খাই। তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মেয়েটিকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা আমাদের সহযোগিতা করতেন তাহলে হয়তো মেয়েটি স্বাভাবিক জীবনে ফিরে আসতো। ’
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, শিশুটির বাসায় গিয়ে আমি তাকে দেখেছি। তার মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হচ্ছে। আমাদের এখানে যে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে সেটি দিয়ে এ ধরনের পরীক্ষা করানো সম্ভব না। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নিয়ে গেয়ে মস্তিষ্ক পরীক্ষা-নিরীক্ষা করালে হয়তো প্রকৃত কারণটা জানা যাবে।
আরও পড়ুন: নেত্রকোণায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এএসআইসহ নিহত ২
২ বছর আগে
কবিরাজের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা
ঘটনার প্রায় এক মাস পর যশোরের চৌগাছায় এনায়েত আলী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
৪ বছর আগে
মণিরামপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ঝিনাইদহে গৃহবধূকে ‘ধর্ষণের’ অভিযোগে কবিরাজ আটক
ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে
মাইকে ফুঁ দিলেন কবিরাজ, বোতল উঁচিয়ে ধরলেন হাজারো মানুষ
কবিরাজ বাবার এক ফুঁয়ে সকল রোগের আরোগ্য মেলে ব্শ্বিাস থেকে কাক ডাকা ভোরে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। বাবা মাইকে ফুঁ দিতেই সবাই নিজ নিজ পানি ও তেলের বোতল উঁচিয়ে ধরলেন।
৫ বছর আগে
শেরপুরে কবিরাজের বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার, কবিরাজ আটক
শেরপুর, ২৫ সেপ্টেম্বর (ইউএনবি)- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কবিরাজের বাড়ি থেকে চিকিৎসা নিতে আসা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ বছর আগে