প্রধান নির্বাচক
বিসিবিতে বড় পরিবর্তন: প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, এলেন লিপু
মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বছরের প্রথম বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।
নাজমুল বলেন, ‘প্রধান নির্বাচক নিয়োগ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। শেষ পর্যন্ত আমরা গাজী আশরাফের ব্যাপারে একমত হয়েছি। আমরা একাধিক প্রার্থী বিবেচনা করলেও গাজী আশরাফ আমাদের সর্বসম্মতিক্রমে পছন্দ।’
আরও পড়ুন: সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
বাংলাদেশের সাবেক ওপেনার হানান সরকার বয়সভিত্তিক ক্রিকেট নির্বাচনে নির্বাচক হিসেবে প্যানেলে যোগ দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ টেস্ট, ২০টি ওয়ানডে ও ৪ হাজারের বেশি রান করেছেন হান্নান। এই প্যানেলের আরেক সদস্য বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।তিনি গত বছরের প্যানেলেও ছিলেন।
গাজী আশরাফের নিয়োগ কিছুটা বিস্ময়কর, কারণ সাম্প্রতিক সময়ে এই পদের জন্য তিনি তেমন আলোচিত ছিলেন না। সাবেক ব্যাটার গাজী আশরাফ ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে বাংলাদেশ দলের প্রথম সাতটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের ক্রিকেটীয় বৃত্তে অত্যন্ত সম্মানিত তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির অন্য পদের জন্য তাদের প্রস্তাব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন নাজমুল।
নাজমুল বলেন, ‘মিনহাজুল ও তার প্যানেলের অবদানকে সাধুবাদ জানায় বোর্ড। তারা কৃতিত্বের সঙ্গে কাজ করেছে এবং আমরা তাদের দক্ষতা ধরে রাখতে চাই। আমরা যথাসময়ে তাদের উপযুক্ত পদে নিয়োগ দেব।’
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
১০ মাস আগে
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন তামিম: প্রধান নির্বাচক
আসন্ন ২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডে অনুপস্থিত দেড় দশক ধরে বাংলাদেশের টপ অর্ডারের তামিম ইকবাল।
বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, তামিমের বাদ পড়ার মূলে রয়েছে ইনজুরি।
অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের 'হাফ ফিট' খেলোয়াড়কে মাঠে নামানোর বিষয়ে আপত্তির কারণে মঙ্গলবার দল ঘোষণার আগে বাংলাদেশের ক্রিকেট মহলে একটি প্রচলিত ধারণা ছিল, তামিমকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে।
এই ধারণা অবশ্য মিনহাজুল খণ্ডন করেছেন।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম, ফিরল রিয়াদ
মিনহাজুল বলেন, ‘নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে তামিমের ইনজুরি পুনরায় দেখা দেয়, যার ফলে তিনি তৃতীয় ম্যাচে অংশ নেননি। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় ইভেন্টের প্রেক্ষাপটে আমরা যথেষ্ট ঝুঁকি নিতে অনিচ্ছুক।’
চলতি বছরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলাকালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। সিরিজের মধ্যে একটি ম্যাচ চলাকালীন তিনি তার ফিটনেস যাচাই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সুবিধার্থে হস্তক্ষেপ করেন।
তামিম বলেন, ‘আমি যে কাউকে না বলতে পারি, কিন্তু দেশের নেতাকে নয়।’ একই সঙ্গে দেড় মাসের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন তিনি।
আরও পড়ুন: হঠাৎ দলের দায়িত্ব থেকে নাফিস ইকবালকে অব্যাহতি
নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ
১ বছর আগে
সম্মিলিত সিদ্ধান্তে দলের বাইরে মাশরাফি: প্রধান নির্বাচক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সোমবার প্রাথমিকভাবে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
৩ বছর আগে
কোভিড-১৯ পরবর্তী সময়ে বিসিবির অগ্রাধিকারে থাকবে ঘরোয়া ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, কোভিড-১৯ পরবর্তী বিশ্বে ঘরোয়া ক্রিকেট শুরু করাকেই অগ্রাধিকার দেবে ক্রিকেট বোর্ড।
৪ বছর আগে