অনিয়মের অভিযোগে
চাঁপাইনবাবগঞ্জে অনিয়মের অভিযোগে ২ ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৯
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান।
নিশাত আনজুম জানান, রহনপুর পৌর এলাকার আল-মদিনা ক্লিনিককে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ও জমজম নার্সিং হোমে চিকিৎসার পরিবেশ না থাকাসহ নানা অনিয়মে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে। আগামীতে অনিয়ম হলে ক্লিনিক বন্ধসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু
৭ মাস আগে
অনিয়মের অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার
জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদকে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
৪ বছর আগে