রাঙ্গুনিয়া উপজেলা
চট্টগ্রামে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাকের সাথে দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১
নিহতরা হলেন- ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) ও শিশু আদৃশ সৌম ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী জানান, রাঙামাটির চন্দ্রঘোনা এলাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকের সঙ্গে বালুগুট্টায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ব্যান্ড সদস্য নিহতের ঘটনায় লরি চালক গ্রেপ্তার
তিনি বলেন, মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
৩ বছর আগে
রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান মারা গেছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান চৌধুরী মারা গেছেন।
৪ বছর আগে
বিএনপি নেতারা আইসোলেশনে থেকে প্রেস ব্রিফিং করে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার বলেছেন, ‘বিএনপির অনেক নেতা আছেন, যারা ঘরের মধ্যে আইসোলেশনে থেকে শুধু প্রেস ব্রিফিং করে, আর সরকারের দোষ ধরে।’
৪ বছর আগে