চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান চৌধুরী মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ৯৫ বছর বয়সে নগরীর পার্কভিউ হাসপাতালে সিসিউইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, খলিলুর রহমান চৌধুরী কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ৬ জুলাই বিকেল ৫টায় পার্কভিউ হাসপাতালে তাকে ভর্তি হয়েছিল। হাসপাতালে ভর্তির পর থেকে সিসিইউ-২ এর ১ নম্বার সিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
খলিলুর রহমান চৌধুরী ছিলেন রাঙ্গুনিয়ার মাহফুজুল ইসলাম চৌধুরীর তৃতীয় পুত্র। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।
এদিকে, আ’লীগ নেতা খলিলুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।