জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নাচবেন জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান মানেই এখন আলোচনা। প্রায় সময় গণমধ্যেমের শিরোনামে থাকেন তিনি। এবার তাকে ঘিরে নতুন খবর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিতরণী অনুষ্ঠান মঞ্চে দুটি গানের সঙ্গে নাচবেন তিনি।
এই প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘খসরু ভাই (কামরুল আলম খান খসরু) ও রোজিনা আপা (রওশন আরা রোজিনা) আজীবন সম্মাননা পাচ্ছেন। তাদের সম্মানে দুটি গানের সঙ্গে নাচব। এটি আমার জন্য সৌভাগ্যের। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এটি আরও বেশি আনন্দের।’
জায়েদ খান কিছুদিন আ্গে শেষ করেছেন ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং। এরমধ্যে দিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বর্তমানে আরও কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
সম্প্রতি তাকে দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
এছাড়া ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ জায়েদের বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান
জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত
জায়েদ খানই সাধারণ সম্পাদক: হাইকোর্ট
১ বছর আগে
চঞ্চল ও জয়া ছাড়াও যারা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ বিজয়ীদের তালিকা।
এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ‘হাওয়া’ সিনেমার জন্য পাচ্ছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠবে দুজনের হাতে। তারা হলেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
শ্রেষ্ঠ চলচ্চিত্র তালিকায় রয়েছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। শ্রেষ্ঠ পরিচালক ‘শিমু’ সিনেমার পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।
আরও পড়ুন: মিশুক মুনীর স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক শাকিল হাসান ও নির্মাতা মাসুদুর রহমান
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক-
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘরে ফেরা
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ’)
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র: আফসানা করিম ওরফে আফসানা মিমি (‘পাপ পূণ্য’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: সুভাশিষ ভৌমিক (‘দেশান্তর’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মো. সাইফুল ইমাম ওরফে দিপু ইমাম ( অপারেশন সুন্দরবন)
শ্ৰেষ্ঠ শিশু শিল্পী: বৃষ্টি আক্তার (চলচ্চিত্র- ‘রোহিঙ্গা’) ও মুনতাহা এমিলিয়া (‘বীরত্ব’)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মোছাঃ ফারজিনা আক্তার (‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মাহমুদুল ইসলাম খান ওরফে রিপন খান (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গায়ক: শুভাশীষ মজুমদার বাপ্পা ওরফে বাপ্পা মজুমদার (‘অপারেশন সুন্দরবন’) ও চন্দন সিনহা (‘হৃদিতা’)
শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আক্তার আনিসা (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (‘পরাণ’)
শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ কাহিনীকার: ফরিদুর রেজা সাগর (‘দামাল’) ও খোরশেদ আলম খসরু (‘গলুই’)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম ( ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এস এ হক অলিক (‘গলুই’)
শ্ৰেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (‘শিমু)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (‘রোহিঙ্গা’)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (‘রোহিঙ্গা’)
শ্ৰেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (‘হাওয়া’)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: তানসিনা শাওন (‘শিমু)
শ্রেষ্ঠ মেক-আপম্যান: মো. খোকন মোল্লা (‘অপারেশন সুন্দরবন’)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৩৫ জনের হাতে তুলে দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৯ পেলেন সাংবাদিক-লেখক শাহনাজ মুন্নী
১ বছর আগে
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগ
দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এই তারকার বাসা থেকে এমনটা ঘটে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যানসি জানায়, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।
‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য পাওয়া এই পুরস্কারটি চুরি যাওয়া প্রসঙ্গে ন্যানসি বলেন, 'আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায়, সে কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অযুহাতে কাজ ছেড়ে দেয়।'
আরও পড়ুন: কন্যা সন্তানের মা হলেন ন্যান্সি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য জিনিস চুরি যাওয়া প্রসঙ্গে ন্যানসি আরও বলেন, 'ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরও কিছু জুয়েলারি নেই। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তাহমিনা চুরি করেছে।'
ন্যানসি জানান, অন্যকিছু না পাওয়া গেলেও তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি তিনি ফিরে পেতে চান।
উল্লেখ্য, এক যুগের বেশি সময় দেশের সঙ্গীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যানসি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত 'প্রজাপতি' গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আরও পড়ুন: আসিফ-ন্যান্সির দ্বন্দ্বের অবসান
১ বছর আগে
২৭ বিভাগে ৩৪ জন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বড়পর্দার তারকাদের জন্য কাজের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালের সেই তালিকা এরইমধ্যে প্রকাশ পেল। এবারের আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর, যৌথভাবে এই তালিকায় রয়েছেন ইলিয়াস কাঞ্চন।
প্রতি বছর ২৮টি ক্যাটাগরিতে দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এ বছর ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ ক্যাটাগরিতে কোনো প্রার্থী যোগ্য বিবেচিত না হওয়ায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদৈর্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। যার মধ্য থেকে জয়ীদের নির্বাচিত করা হয়।
এবারের তালিকায় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন- সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে- আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য) পুরস্কার পেতে যাচ্ছেন।
আরও পড়ুন: দশম ঢাকা লিট ফেস্টেরে পর্দা উঠল
এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে- মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক-রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে-এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে- মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে- প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী- আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক- সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক- কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা- চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার- প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার-সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।
শ্রেষ্ঠ কাহিনিকার-রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।
শ্রেষ্ঠ সম্পাদক-সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক-শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক- শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেকআপম্যান দলগত-মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রকার- কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।
আরও পড়ুন: বছর শেষে শহর মাতালো ৩২ ব্যান্ড
‘সেরা রাঁধুনী ১৪২৯’ উপস্থাপনায় শ্রাবণ্য
১ বছর আগে
কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন
চলে গেলেন কিংবদন্তি গীতিকার, সুরকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত জীবন সংগ্রাম থেমে যায় তার। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরটি নিয়ে নিশ্চিত করেছেন তার ভাগিনা অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও গাজী মাজহারুল আনোয়ারের পূত্রবধু শাহানা মির্জা জানান, গত কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন গাজী মাজহারুল আনোয়ার। আমরা গতকালকে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাই। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। আজকে আরও অনেক কিছু পরীক্ষা করার কথা ছিল। কিন্তু তার আগেই তো তিনি চলে গেলেন।
উল্লেখ্য, দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারের গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রের বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন। তার লেখা কালজয়ী গানও অসংখ্য। গীতিকবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। গত বছর পেয়েছেন স্বাধীনতা পদক। এছাড়া পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
পড়ুন: আ.লীগ নেতা নুরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন
২ বছর আগে
বেশি পারিশ্রমিকের চেয়ে ভালো কাজের গুরুত্ব সবসময় বেশি: সুনেরাহ
ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। পরবর্তীতে কাজের পরিধি খুব একটা না বাড়লেও তার প্রতি দর্শকদের প্রত্যাশা ধরে রাখার চেষ্টা করেছেন সবসময়। ছোটপর্দায় তার বেশ কয়েকটি নাটক আলোচনায় এসেছে। পাশাপাশি ওটিটিতেও সরব তিনি।সম্প্রতি মুক্তি পেল সুনেরাহ’র প্রথম ওয়েব ফিল্ম ‘শুল্কপক্ষ’। ভিকি জায়েদের নির্মাণে ওয়েব ফিল্মটি বেশ প্রশংসিতও হয়েছে।
সুনেরাহ এ নিয়ে ইউএনবিকে বলেন, ‘কাজটি নিয়ে দর্শকদের সাড়া পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। এখন কনটেন্টের প্রতিযোগিতার মধ্যে অনেক ভালো কাজ হচ্ছে। শুল্কপক্ষ আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। অভিনয়ের প্রশংসা পেয়েছি অনেক।’
আরও পড়ুন: ‘শুল্কপক্ষ’ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে: সুনেরাহঅভিনয়ে প্রশংসিত হলেও কাজের সংখ্যাটা কম কেন? এমন প্রশ্নে সুনেরহা বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই গল্প আর চরিত্রের ব্যাপারে খুবই সচেতন। আমি যেহেতু চাকরি করি তাই কাজের সংখ্যাটা কম। এরজন্য বাছাইয়ের সুযোগটাও বেশি থাকে। চেষ্টা থাকে যে কাজটি করব সেটি যে দর্শকের ভালো লাগে। তারা যেন নতুন কিছু পান। আর বেশি পারিশ্রমিকের চেয়ে ভালো কাজের গুরুত্ব সবসময় বেশি।’সম্প্রতি সুনেরহা অভিনীত ‘মশারি’ শর্টফিল্মটি বেশ আলোচনা তৈরি করেছেন। শুধু তাই নয়, নূহাশ হুমায়ূন নির্মিত শর্টফিল্মটি দেশের বাইরে পেয়েছে কয়েকটি সম্মানজনক পুরস্কার। যার মধ্যে অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’ শ্রেষ্ঠ ভৌতিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।‘মশারি’ নিয়ে সুনেরাহ বলেন, ‘২০১৯ সালে এটির কাজ শুরু করি। বেশ পরিশ্রম করে কাজটি করেছি। কিন্তু সেটির চেয়েও বড় বিষয় কাজের অভিজ্ঞতা। অনেককিছু শিখতে পেরেছি। দেশের বাইরের একটি পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলাম। সবকিছু মিলিয়ে বলব ক্যারিয়ারের অন্যতম একটি কাজ।’
আরও পড়ুন: দর্শকদের অনুরোধে আসছে ‘বদমাইশ পোলাপাইন’-এর ৪র্থ সিজন
আমার জীবনটাই সিনেমা: রায়হান রাফী
২ বছর আগে
ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবার বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা। এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিম বলেন, ‘ইউনিসেফ সারাদেশের শিশুদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন: ‘মুজিব’-এর ট্রেইলার নিয়ে প্রথম কান যাত্রায় আরিফিন শুভ
বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানান মিম।
তিনি আরও বলেন, ‘শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সঙ্গে একত্রে পালন করতে মুখিয়ে আছি।’
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মি. শেলডন ইয়েট বলেন, ‘মিম আমাদের সঙ্গে কাজ করছে এতে আমরা বেশ আনন্দিত। তিনি আমাদের সঙ্গে অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কাজ করবেন।’
উল্লেখ্য, এর আগে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করেছিলেন মিম। মহামারি থেকে বাঁচতে টিকার গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরতে বৈশ্বিক আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
২ বছর আগে
নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’
নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।
যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে নির্বাচিত হওয়া মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নিয়েছে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’।
সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ রাব্বি মৃধা এবং প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। বক্সঅফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত এই সিনেমায় সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স।
আরও পড়ুন: টিপ পরা ছবি প্রকাশ করে তারকাদের প্রতিবাদ
প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাত্রা শুরু করা ছবিটি ইতোমধ্যেই পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে। অংশ নিয়েছে ভারতের গোয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। কিন্তু কোনো একটি চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে সেরা ছবির পুরস্কার অর্জন এই প্রথম।’
ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মন্ওয়ার, প্রিয়াম অর্চিসহ আরও অনেকে।
আরও পড়ুন: রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার শিকার সবচেয়ে বেশি হয় নারীরা: আশফাক নিপুণ
২ বছর আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ পাচ্ছেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-তালিকার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে তালিকাটি প্রকাশ হয়। প্রতিবছরের মতো এবারও ২৭ বিভাগে চলচ্চিত্রে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেয়া হবে।
এবারের আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। অন্যদিকে সেরা চলচ্চিত্র তালিকায় দ্বৈতভাবে পুরস্কার পাচ্ছে ‘গোর’ এবং ‘বিশ্বসুন্দরী’। এছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘আড়ং’। ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ পাচ্ছে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার।
পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের বিষয়ে শুনানি ২২ ফেব্রুয়ারি
সেরা চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর অন্যান্য বিভাগে যারা পুরস্কার পেয়েছে-
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর)
শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি)
শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর)
শ্রেষ্ঠ শিশুশিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাধন (আড়ং)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক- বেলাল খান (হৃদয় জুড়ে)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ গায়িকা- দিলশাদ নাহার কণা (বিশ্বসুন্দরী) ও সোমনুর মনির কোনাল (বীর)
শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- পঙ্কজ পালিত (গোর) ও মাহবুব নিয়াজ (গোর)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর)
শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)
পড়ুন: ঢাকায় পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী শুরু
প্রজন্মের উন্নয়নে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি
একুশে পদক বিজয়ী রূপালি পর্দার কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে বৃহস্পতিবার তার পরিবার সূত্রে জানা গেছে।
৩ বছর আগে