ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। পরবর্তীতে কাজের পরিধি খুব একটা না বাড়লেও তার প্রতি দর্শকদের প্রত্যাশা ধরে রাখার চেষ্টা করেছেন সবসময়। ছোটপর্দায় তার বেশ কয়েকটি নাটক আলোচনায় এসেছে। পাশাপাশি ওটিটিতেও সরব তিনি।
সম্প্রতি মুক্তি পেল সুনেরাহ’র প্রথম ওয়েব ফিল্ম ‘শুল্কপক্ষ’। ভিকি জায়েদের নির্মাণে ওয়েব ফিল্মটি বেশ প্রশংসিতও হয়েছে।
সুনেরাহ এ নিয়ে ইউএনবিকে বলেন, ‘কাজটি নিয়ে দর্শকদের সাড়া পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। এখন কনটেন্টের প্রতিযোগিতার মধ্যে অনেক ভালো কাজ হচ্ছে। শুল্কপক্ষ আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। অভিনয়ের প্রশংসা পেয়েছি অনেক।’
আরও পড়ুন: ‘শুল্কপক্ষ’ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে: সুনেরাহ
অভিনয়ে প্রশংসিত হলেও কাজের সংখ্যাটা কম কেন? এমন প্রশ্নে সুনেরহা বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই গল্প আর চরিত্রের ব্যাপারে খুবই সচেতন। আমি যেহেতু চাকরি করি তাই কাজের সংখ্যাটা কম। এরজন্য বাছাইয়ের সুযোগটাও বেশি থাকে। চেষ্টা থাকে যে কাজটি করব সেটি যে দর্শকের ভালো লাগে। তারা যেন নতুন কিছু পান। আর বেশি পারিশ্রমিকের চেয়ে ভালো কাজের গুরুত্ব সবসময় বেশি।’
সম্প্রতি সুনেরহা অভিনীত ‘মশারি’ শর্টফিল্মটি বেশ আলোচনা তৈরি করেছেন। শুধু তাই নয়, নূহাশ হুমায়ূন নির্মিত শর্টফিল্মটি দেশের বাইরে পেয়েছে কয়েকটি সম্মানজনক পুরস্কার। যার মধ্যে অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’ শ্রেষ্ঠ ভৌতিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।
‘মশারি’ নিয়ে সুনেরাহ বলেন, ‘২০১৯ সালে এটির কাজ শুরু করি। বেশ পরিশ্রম করে কাজটি করেছি। কিন্তু সেটির চেয়েও বড় বিষয় কাজের অভিজ্ঞতা। অনেককিছু শিখতে পেরেছি। দেশের বাইরের একটি পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলাম। সবকিছু মিলিয়ে বলব ক্যারিয়ারের অন্যতম একটি কাজ।’
আরও পড়ুন: দর্শকদের অনুরোধে আসছে ‘বদমাইশ পোলাপাইন’-এর ৪র্থ সিজন