সিভিল সার্জন করোনায় আক্রান্ত
টিকা নেয়ার ২ মাস পর চট্টগ্রামের সিভিল সার্জন করোনায় আক্রান্ত
টিকা নেয়ার দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব।
তিনি জানান, সোমবার সিভিল সার্জন করোনা পরীক্ষায় নমুনা দিয়েছিলেন। রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি
ডা. মো. আব্দুর রব জানান, চট্টগ্রামে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরুর সময় গত ৭ ফেব্রুয়ারি সিভিল সার্জন সেখ ফজলে রাব্বিও টিকা নিয়েছিলেন। তিনি চট্টগ্রামে করোনা পরিস্থিতির শুরু থেকে সামনে থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে নেতৃত্ব দিয়ে আসছেন।
আরও পড়ুন: চসিক প্রশাসক সুজন সস্ত্রীক করোনা আক্রান্ত
বাংলাদেশে করোনা পরিস্থিতি
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৯৫ জনে পৌঁছেছে।
এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৯৪৯ জনে দাঁড়িয়েছে।
এর আগে রবিবার অধিদপ্তর জানায়,আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৮ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ওই ৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় করোনা আক্রান্ত নারী চিকিৎসকের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৪টি পরীক্ষাগারে ২৮ হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৯৫টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.৩৮ শতাংশ।মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৪৭ শতাংশ।
৩ বছর আগে
করোনায় ফেনী সিভিল সার্জন ডা. সাজ্জাদের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৪ বছর আগে