বাংলাদেশ ব্যাংকের গভর্নর
গভর্নমেন্ট সিকিউরিটিজ আগামী সপ্তাহে সেকেন্ডারি মার্কেটে ট্রায়াল হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে আগামী সপ্তাহ থেকে সেকেন্ডারি মার্কেটে সরকারি সিকিউরিটিজের ট্রায়াল ট্রেডিং শুরু হবে।
তিনি বলেন, দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন, যা শুধুমাত্র ব্যাংক ঋণ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রবৃদ্ধির জন্য পুঁজি তৈরির জন্য সকল শ্রেণির মানুষকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে সপ্তাহব্যাপী ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার
এসময় গভর্নর জনগণকে বন্ড মার্কেট এবং শেয়ার মার্কেট উভয় ক্ষেত্রেই তাদের অর্থ বিনিয়োগ করার আহ্বান জানান। কারণ সরকার বিনিয়োগকারীদের জন্য নিয়ম ও প্রবিধান সহজ করার জন্য কাজ করে।
তিনি বলেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদে ঋণ দেয়ায় খেলাপি ঋণ বাড়ছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ বলেন, মন্ত্রণালয় সাধারণ শেয়ারহোল্ডারদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য শেয়ার লেনদেনে স্বয়ংক্রিয়তা ও স্বচ্ছতার জন্য বিবি, এনবিআর ও বিএসইসির সঙ্গে কাজ করছে।
অন্যান্য বক্তারা শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার পাশাপাশি মানুষের আর্থিক জ্ঞান বাড়ানোর পরামর্শ দেন।
বিএসইসি চেয়ারম্যান, অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী পরিচালক জিন-পল ব্যুরোড, এফএআইআর, কানাডা বিশ্বব্যাপী বিনিয়োগ সংক্রান্ত একটি কী নোট পেপার উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সাঈদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানির সেক্রেটারি আমজাদ হোসেন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএবি) সভাপতি রিচার্ড ডি রোজারিও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসইসি, আইওএসসিও (দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) এর সদস্য হিসেবে, বিশ্বের সিকিউরিটিজ ও ফিউচার মার্কেট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর একটি সংস্থা, ফিটিং প্রোগ্রামের মাধ্যমে সপ্তাহটি পালন করছে।
পুঁজিবাজার সম্পর্কে আরও জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় অনুষদে স্টেকহোল্ডারদের সঙ্গে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা বাড়াতে সংসদে বিল
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করার জন্য বুধবার বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল- ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।
৪ বছর আগে