বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বৈদেশিক মুদ্রার ঘাটতি নেই, প্রয়োজনীয় পণ্য আমদানি করুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
দেশে বৈদেশিক মুদ্রার কোনো ঘাটতি নেই উল্লেখ করে বাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি নিয়ে এক সভা শেষে ড. মনসুর সাংবাদিকদের বলেন, 'বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রায় কোনো ঘাটতি নেই, যে কেউ এলসি খুলতে পারবেন ‘
বাজারে চাহিদা পূরণে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ড. মনসুর ব্যবসায়ীদের দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি পরামর্শ দেন, 'এলসি খুলুন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করুন এবং বাজারের চাহিদা মেটান।’
আরও পড়ুন: পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করল সরকার
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার বক্তব্যে একটি মুক্তবাজার অর্থনীতিতে তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন। আস্থা প্রকাশ করেন যে, বাজার শক্তি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে। তিনি বলেন, 'আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, তবে পরিস্থিতি শান্ত হতে সময় লাগবে।’
ড. মনসুর রেশনিং কর্মসূচি সম্প্রসারণসহ মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি ঘোষণা করেন সরকার শিগগিরই ১ কোটি সুবিধাভোগী পরিবারের প্রত্যেকের জন্য বর্তমান পাঁচ কেজি থেকে বাড়িয়ে ১০ কেজি করে প্রয়োজনীয় পণ্য বিতরণ করবে।
তিনি উল্লেখ করেন, ‘আমরা সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যে ওপেন মার্কেট সেল (ওএমএস) উদ্যোগের জন্য ট্রাকের সংখ্যা বাড়াচ্ছি।’
মুদ্রাস্ফীতিকে সরাসরি মোকাবিলা করে ড. মনসুর জোর দেন, মুদ্রাস্ফীতি ‘শেষ পর্যন্ত একটি আর্থিক ঘটনা’ এবং এটি অবশ্যই কার্যকর মুদ্রানীতির মাধ্যমে পরিচালনা করতে হবে। তিনি অতিরিক্ত বাজার হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন এবং অতীতের ঘটনাগুলোও স্মরণ করিয়ে দেন। যেখানে কঠোর পদক্ষেপের ফলে পণ্যের ঘাটতি দেখা দিয়েছিল।
আরও পড়ুন: এলএনজি-সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির অনুমোদন
তিনি বলেন, ‘আমরা যদি খুব বেশি চাপ প্রয়োগ করি তবে পণ্যগুলো বাজার থেকে অদৃশ্য হয়ে যাবে। ১/১১-এর সময়কালে এবং সাম্প্রতিক ডিম সংকটের সময়ও আমরা তা দেখেছি। বরং এর পরিবর্তে, তিনি ‘সহনশীল ও কার্যকর পর্যবেক্ষণের’ পরামর্শ দিয়ে বলেন, ‘আমরা সংলাপের মাধ্যমে চাপ দিচ্ছি, অতিরিক্ত পর্যবেক্ষণ নয়।’
বাজার নিয়ন্ত্রণে একটি পরিমিত পদ্ধতির উপর জোর দেন, আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণকে নিরুৎসাহিত করেন ড. মনসুর। তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির লক্ষ্য রাখি। এ প্রেক্ষাপটে হঠকারী সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি যে পরিস্থিতি স্থিতিশীল হবে - এটি কেবল সময়ের প্রয়োজন।’
সরবরাহ বাড়ানোর সরকারি প্রচেষ্টা শেষ পর্যন্ত স্বস্থি আনতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংক ১১% বললেও প্রকৃত চিত্র ২৫%: ড. আহসান এইচ মনসুর
২ সপ্তাহ আগে
গভর্নমেন্ট সিকিউরিটিজ আগামী সপ্তাহে সেকেন্ডারি মার্কেটে ট্রায়াল হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে আগামী সপ্তাহ থেকে সেকেন্ডারি মার্কেটে সরকারি সিকিউরিটিজের ট্রায়াল ট্রেডিং শুরু হবে।
তিনি বলেন, দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন, যা শুধুমাত্র ব্যাংক ঋণ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রবৃদ্ধির জন্য পুঁজি তৈরির জন্য সকল শ্রেণির মানুষকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে সপ্তাহব্যাপী ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার
এসময় গভর্নর জনগণকে বন্ড মার্কেট এবং শেয়ার মার্কেট উভয় ক্ষেত্রেই তাদের অর্থ বিনিয়োগ করার আহ্বান জানান। কারণ সরকার বিনিয়োগকারীদের জন্য নিয়ম ও প্রবিধান সহজ করার জন্য কাজ করে।
তিনি বলেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদে ঋণ দেয়ায় খেলাপি ঋণ বাড়ছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ বলেন, মন্ত্রণালয় সাধারণ শেয়ারহোল্ডারদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য শেয়ার লেনদেনে স্বয়ংক্রিয়তা ও স্বচ্ছতার জন্য বিবি, এনবিআর ও বিএসইসির সঙ্গে কাজ করছে।
অন্যান্য বক্তারা শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার পাশাপাশি মানুষের আর্থিক জ্ঞান বাড়ানোর পরামর্শ দেন।
বিএসইসি চেয়ারম্যান, অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী পরিচালক জিন-পল ব্যুরোড, এফএআইআর, কানাডা বিশ্বব্যাপী বিনিয়োগ সংক্রান্ত একটি কী নোট পেপার উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সাঈদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানির সেক্রেটারি আমজাদ হোসেন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএবি) সভাপতি রিচার্ড ডি রোজারিও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসইসি, আইওএসসিও (দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) এর সদস্য হিসেবে, বিশ্বের সিকিউরিটিজ ও ফিউচার মার্কেট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর একটি সংস্থা, ফিটিং প্রোগ্রামের মাধ্যমে সপ্তাহটি পালন করছে।
পুঁজিবাজার সম্পর্কে আরও জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় অনুষদে স্টেকহোল্ডারদের সঙ্গে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা বাড়াতে সংসদে বিল
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৭ বছর করার জন্য বুধবার বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল- ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।
৪ বছর আগে