বাসস
‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
সাংবাদিক নেতারা বলেছেন, সারা বিশ্বে গণমাধ্যমের উপর মানুষের আস্থা কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটা শুধু আমাদের দেশে নয়, ইউরোপে জরিপ চালিয়ে জানা গেছে। ইউরোপের ১১টি দেশের ৬৩ শতাংশ মানুষ জানিয়েছিল, তারা গণমাধ্যমকে বিশ্বাস করেন না। কারণ এখনকার সংবাদপত্র কারো পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে। তাই বেশির ভাগ মানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক। সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভাল সাংবাদিক তৈরির জন্যে প্রয়োজন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে তারা এসব কথা বলেছেন। শনিবার বেলা একটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা শহরের মসজিদ রোডস্থ এ মালেক কনভেনশন সেন্টারে এই সমাবেশ চলে।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএফইউজে'র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র মহাসচিব দীপ আজাদ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
সমাবেশে সাংবাদিক নেতারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হেফাজতে ইসলামের হামলার কথা উল্লেখ করে বলেন, প্রেসক্লাবে এই হামলার ফলে দুটি সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এক হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় একক প্রেসক্লাব আছে, আরেকটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সত্য-সুন্দর ও ন্যায়ের পক্ষে কাজ করে। যারা এই হামলা করেছে তারা হচ্ছে অন্ধকারের শক্তি। এই অন্ধকারের শক্তিরা প্রথম সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নের কোন সমস্যা হলে প্রেসক্লাব পাশে দাঁড়াবে, তেমনি প্রেসক্লাব কেন্দ্রিক কোন সমস্যা হলে ইউনিয়ন পাশে দাঁড়াবে। এই
নেটওয়ার্কের মাধ্যমে গোটা বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে। সমাবেশে জেলার ৯টি উপজেলার প্রায় ১৩০জন সাংবাদিক অংশ নেন।
আরও পড়ুন: গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন ও নীতিমালা করা হচ্ছে: ফখরুল
২ বছর আগে
সিনিয়র সাংবাদিক শামসুল আলম বেলাল মারা গেছেন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক নগর সম্পাদক শামসুল আলম বেলাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
জাতীয় প্রেস ক্লাবের সদস্য শামসুল আলম রাত ২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান।
বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শামসুল আলমের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিচারপতি নাজমুল আহাসান আর নেই
‘মাসুদ রানা’র লেখক-প্রকাশক কাজী আনোয়ার হোসেন আর নেই
২ বছর আগে
করোনায় প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুসের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মুহাম্মদ রুহুল কুদ্দুস। বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্বীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুনঃ ফরিদপুরে নিজ বাড়ি থেকে সাংবাদিক গ্রেপ্তার
রুহুল কুদ্দুস সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় সিনিয়র সাব এডিটর হিসেবে কমর্রত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক বাংলা, বাসস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন।
এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুখ দুঃখের নদী’ এবং ‘দৈনন্দিন খাবার ও পুষ্টি’ অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। এছাড়াও বাংলাদেশ -দক্ষিণ আফ্রিকা মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি।
আরও পড়ুনঃ সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে ঝিনাইদহে শোক
বৃহস্পতিবার পাবনার বেড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য রুহুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
৩ বছর আগে
শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী সমাপ্ত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমস আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনীটি মঙ্গলবার শেষ হয়েছে।
৩ বছর আগে
ইআরএফের সভাপতি শারমীন, সা. সম্পাদক রাশিদুল
অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম।
৪ বছর আগে
ভাষা সৈনিক দেবপ্রিয় বড়ুয়া আর নেই
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ভাষা সৈনিক ডি পি বড়ুয়া (দেবপ্রিয় বড়ুয়া) আর নেই।
৪ বছর আগে