তক্ষক
যশোরে তক্ষকসহ দুই পাচারকারী আটক
যশোরে একটি তক্ষকসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন— মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে করিম হোসেন (৪৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মামুনুর রশিদ (৪২)।
পুলিশ জানায়, গোপন খবরে মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে করিমের বাসা থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় কোটি টাকার তক্ষকসহ আটক ১
এর আগেও করিমের বিরুদ্ধে শার্শা থানায় একই অপরাধের দায়ে একটি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আটকদের আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
১৯৯ দিন আগে
বগুড়ায় কোটি টাকার তক্ষকসহ আটক ১
বগুড়ার গাবতলীতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ লেবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা তক্ষকটি জব্দ করে পুলিশ।
লেবু গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত শামসুল ফকিরের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক
সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাবতলী মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ২০০ গ্রাম, যার মূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরও জানান, লেবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- সে চোরাচালান চক্রের হোতা। তার সঙ্গে আরও সদস্য রয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭: শেরপুর থেকে বাসচালক ও হেলপার আটক
বগুড়ায় পিকনিকের বাস থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
৬৫৫ দিন আগে
সুন্দরবনে কুমিরসহ ১৮ বন্যপ্রাণী অবমুক্ত
সুন্দরবনে কুমির ও তক্ষকসহ বিভিন্ন প্রজাতির ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বুধবার বিকালে ওই সব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। বন্দী থাকা এসব বন্যপ্রাণী ফিরে পেয়েছে আবাসস্থল। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
সুন্দরবনে অবমুক্ত করা এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে- দুটি লোনা পানির কুমির, একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছকুড়াল।
আরও পড়ুন: সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের বিশেষ অভিযান
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নভেম্বর মাসে যশোর ও মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৮টি বন্যপ্রাণী উদ্ধার করে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে আনার পর অবমুক্ত করা হয়। এর আগে বিভিন্ন সময় উদ্ধারকরা নানা প্রজাতির বেশকিছু বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ছেলে-মেয়েকে নিয়ে সুন্দরবন ঘুরলেন প্রধানমন্ত্রী কন্যা
সুন্দরবনে পর্যটকের খরা, হতাশায় ট্যুর অপারেটররা
১০৭৩ দিন আগে
মণিরামপুরে তক্ষক বিক্রি চক্রের ২ সদস্য গ্রেপ্তার
যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে তিনটি তক্ষক ও ৩০ হাজার টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিপ্রোকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে থেকে তক্ষকগুলো উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার বিশ্বজিৎ মণ্ডল কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মণ্ডলের ছেলে এবং আব্দুল খালেক ভোলার দৌলতখাঁ দক্ষিণ জয়নগরের ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় ডিবির এসআই রাজেশ কুমার দাস বাদী হয়ে রবিবার (৩০ জানুয়ারি) সকালে মণিরামপুর থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন: পলাশবাড়িতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
মামলার বিবরণে জানা গেছে, শনিবার রাতে মণিরামপুরের বিপ্রোকোনা গ্রামের আমজেদ আলীর ছেলে রেজাউলসহ একটি চক্রের তক্ষক কেনাবেচা করার খবর পেয়ে রাত পৌনে ১০টায় সেখানে অভিযান চালায় ডিবি। এসময় রেজাউল পালিয়ে গেলেও ধরা পড়েন বিশ্বজিৎ ও আব্দুল খালেক। বিশ্বজিতের কাছ থেকে বাজারের ব্যাগে থাকা তিনটি তক্ষক ও আব্দুল খালেকের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান তক্ষক উদ্ধারের ঘটনায় থানায় মামলার বিয়ষটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শরীয়তপুরে বিরল প্রজাতির প্রাণি তক্ষকসহ আটক ১
১৪০৫ দিন আগে
পলাশবাড়িতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
গাইবান্ধার পলাশবাড়িতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির প্রাণী ছয়টি তক্ষকসহ (টক্কর সাপ) চার জনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন-উপজেলার বিশ্রাম গাছি গ্রামের শাহজাহান (৪০), ওসমানগণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল (৩৫)।
আরও পড়ুন: তক্ষক রাখার অপরাধে বগুড়ায় যুবলীগ সভাপতির ছেলেসহ আটক ৩
র্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক খান এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রাম হইতে তক্ষকগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে তক্ষক পাচারকালে আটক ৪
আটকরা জানিয়েছে, বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির প্রাণী ছয়টি তক্ষকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এগুলো বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যত্র পাচারের উদ্দেশে এখানে আনা হয়।
১৫৪২ দিন আগে
শরীয়তপুরে বিরল প্রজাতির প্রাণি তক্ষকসহ আটক ১
শরীয়তপুর সদর উপজেলার মোল্লাকান্দি থেকে বিরল প্রজাতির প্রাণি তক্ষকসহ অপু শীল ওরফে সাগর (২৫) নামে রবিবার একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
১৯৫৮ দিন আগে
তক্ষক রাখায় বগুড়ায় যুবলীগ সভাপতির ছেলেসহ আটক ৩
বগুড়া, ০১ অক্টোবর (ইউএনবি)- বগুড়ার শেরপুরে অবৈধভাবে বন্য প্রাণী তক্ষক শিকার ও হেফাজতে রাখার অপরাধে যুবলীগ সভাপতির ছেলেসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
২২৫৮ দিন আগে
যশোরে তক্ষক পাচারকালে আটক ৪
যশোর, ২৮ সেপ্টেম্বর (ইউএনবি)- যশোরে একটি তক্ষক ভারতে পাচারের সময় চারজনকে আটক করেছে পুলিশ।
২২৬১ দিন আগে